ভাইরাল ভিডিওঃ আটার জন্য হাহাকার পাকিস্তানে, কেঁদে কেঁদে ইমরান সরকারের পোল খুলে দিলেন এক ব্যাক্তি

Bangla Hunt Desk: কিছুদিন আগেই দেখা গিয়েছিল পাকিস্তানে (Pakistan) কিভাবে খাদ্য পানীয়ের হাহাকার দেখা দিয়েছে। যতটুকু আছে, তার দামও আকাশ ছোঁয়া। এই অবস্থায় স্যোশাল মিডিয়ায় এক পাকিস্তানবাসীর করুন ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, যেখানে খাবার না পাওয়ার জন্য একটি ব্যক্তিকে কাঁদতে দেখা যায়।

অগ্নিমূল্য খাদ্যশস্য
সবজির বাজার তো বাদই দিলাম। সেখানে অগ্নিমূল্য, কোন কিছুতে হাত দেওয়ার মত নেই। নিদেন পক্ষে মানুষের নূন্যতম খাদ্য আটার দামও হয়ে দাঁড়িয়েছে পাহাড় সমান। আটার দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৭৫ টাকা। যা সাধারণ মানুষের পক্ষে কেনা দুস্কর হয়ে পড়েছে। কিন্তু বেঁচে থাকার জন্য এই চড়া দামেই লম্বা লাইন দিয়ে আটা কিনতে হচ্ছে পাকিস্তানবাসীকে।

Pak PM Imran Khan 1

পাক সরকারকে অভিশাপ দিচ্ছে বাসিন্দারা
পাকিস্তানের এই করুন পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক ব্যক্তি আটা কেনার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। ওই ব্যক্তি অসহায় হয়ে এই অগ্নিমূল্যের বাজারে জিনিসের আকাশ ছোঁয়া দামের জন্য কষ্ট পাচ্ছিলেন। সেইসঙ্গে পাক সরকার ইমরান খানকে অভিশাপ দিচ্ছিলেন।

ভাইরাল ভিডিও
চোখের জল আটকাতে না পেরে কাঁদতে কাঁদতে ওই ব্যক্তি বলেন, ‘গত ৩ দিন ধরে আমার বাচ্চারা কিছু খায়নি। আমি গত ৩ দিন ধরে দৌড়া দৌড়ি করেও একটুও আটা যোগার করতে পারছি না। একটা রুটির দাম ১৫ টাকা। আমাদের মত সাধারণ মানুষেরা কি করে এত দাম দিয়ে কিনবে? এদিকে আবার ওষুধও কিনতে হবে। আমরা শুকনো রুটি খেতে প্রস্তুত। কিন্তু তাও পাচ্ছি না। ৩ দিন ধরে আমারা না খেয়ে রয়েছি’।

গলা অবধি ঋণের সাগরে ডুবে রয়েছেন পাক সরকার ইমরান খান। দেশের এই মূল্যবৃদ্ধির জন্য সরকারের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন অনেকেই। দেশব্যাপী আন্দোলনের জন্য তারা রাস্তায় নামতে পারে বলেও অনুমান করা যাচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর