মাঝনদীতে সেলফি তুলতে গিয়ে ডুবতে বসেছিল দুই বান্ধবী, বাঁচাল পুলিশ; ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও ভাইরাল (viral) হলেই হওয়া যায় ‘সোস্যাল মিডিয়া সেনসেশন’। আর তা হতেই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করে না আজকের যুব সমাজ।

   

এরকমই দুঃসাহসিক সেলফি তুলতে গিয়ে বড় সড় বিপদের মুখে পড়েছিল দুই বান্ধবী। মধ্য প্রদেশের জুনারদেও এর বাসিন্দা ঐ দুই বান্ধবী আরো কিছু মানুষের সাথে বনভোজনে গিয়েছিল ছিন্দাওয়ারা জেলার বেলখেদি গ্রামে পেঞ্চ নদীর ধারে। স্বাভাবিকভাবেই নদীর তীরের মনোরম পরিবেশ দেখে তারা আপ্লুত হয়৷ মেতে ওঠে একের পর এক ছবি তোলায়।

আনন্দে মত্ত হয়ে ঐ দুই মেয়ে কোনো রকম ঝুঁকির পরোয়া না করেই চলে যায় নদীবক্ষে। সেখানে একের পর এক নিজস্বী তোলায় মত্ত তারা খেয়ালও করেনি যে নদীর জল ক্রমশ বেড়ে চলেছে। নদীর জল বেড়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েন মেঘা জাওরে ও বন্দনা ত্রিপাঠি নামের দুই তরুণী।

ঘটনায় আকস্মিকতায় বাকিরাও ভয় পেয়ে যান। তারা ফোন করেন পুলিশে। নিকটবর্তী থানা থেকে পুলিশ কর্মীরা অতি দ্রুত সেখানে উপস্থিত হন এবং দুই তরুনীকে সুরক্ষিত উদ্ধার করেন। তবে তাদের উদ্ধার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। রুদ্ধশ্বাস এই উদ্ধারের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ৮.৩ লাখের বেশী নেটাগরিক দেখে ফেলেছেন এই ভিডিও।

https://twitter.com/avinash_mailme/status/1286593856012562434?s=19

 

সম্পর্কিত খবর