ভাইরাল ভিডিও: গাড়ির টায়ার নিয়ে খেলায় মেতেছে হাতি, নেটপাড়া ভাসল নস্টালজিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের অনেকেরই ছোট বেলার দিনগুলি এখনকার জীবন থেকে অনেকটাই আলাদা ছিল। ভার্চুয়াল গেমের বাইরে তখন খেলতে হত মাঠে বা রাস্তায়। গ্রাম বা মফস্বল এলাকায় যারা বড় হয়েছে তাদের ছোটবেলাটা আরো বেশী খেলাধূলায় পরিপূর্ণ ছিল। এবার তেমনই পুরোনো দিনের খেলা করতে দেখা গেল এক হাতিকে। তুমুল ভাইরাল ভিডিও (viral video)।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। এবার নেট পাড়ায় টায়ার নিয়ে হাতিকে খেলতে দেখে নস্টালজিয়ায় ভাসল নেটপাড়া।

৯০ এর দশকে লাঠি বা হাত দিয়ে একটি টায়ারকে গড়িয়ে নিয়ে যাওয়া ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এক জনপ্রিয় খেলা ছিল। গ্রাম ও মফস্বল অঞ্চলে এই খেলা খেলেনি এমন শিশু পাওয়া মুশকিল। ভিডিওতে হাতিটিকেও দেখা যায় অবিকল মানুষের মত টায়ার নিয়ে খেলতে। টায়ারটিকে পা দিয়ে ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যেতে দেখা যায় তাকে। এই ভিডিওটি ভারতীয় বনকর্তা সুধা রামনে তার টুইটার হ্যান্ডেল থেকে ভাগ করেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময় তিনি লিখেছেন, কারা এই খেলা খেলেছে?

ভিডিওটি পোস্ট হবার সাথে সাথেই তুমুল সাড়া ফেলে দেয় নেট পাড়ায়। নেটাগরিকেরা অনেকেই নিজের ছোটবেলার কথা মনে করে নস্টালজিক হয়ে পড়েন। বয়ে যায় লাইক কমেন্টের বন্যা

 

সম্পর্কিত খবর