প্রাণ বাঁচাতে সাপের পিঠেই চেপে বসল ব্যাঙ, বুঝতে পারলো না সাপ ; তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : শত্রুর থেকে নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায় নিজেকে শত্রুর থেকে এক কদম এগিয়ে রাখা। সম্প্রতি ভাইরাল (viral) হওয়া ভিডিওতে (video) এক ব্যাঙ (frog) করল এমনটাই। সাপের (snake) হাত থেকে বাঁচতে তার পিঠে চেপে বসল সে। নেটপাড়ায় তুমুল ভাইরাল ভিডিও।

খাদ্যচক্রে সাপ ও ব্যাঙের সম্পর্ক খাদ্য খাদকের। সাপের প্রধান খাদ্য তালিকায় থাকে ব্যাঙ। গ্রাম গঞ্জে যারা বড় হয়েছেন তারা অনেকেই সাপকে ব্যাঙ শিকার করতে দেখেছেন। কিন্তু সাপের হাত থেকে বাঁচতে ব্যাঙকে তার পিঠে চেপে বসতে দেখেছেন কখনো? ভাইরাল ভিডিওতে হয়েছে এমনিটাই।

৯ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক মাধ্যম টুইটারে ভাগ করে নিয়েছেন ভারতীয় বন আধিকারিক সুশান্ত নন্দা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শত্রুর খুব কাছাকাছি থাকা, বেঁচে থাকার একটি উপায় হতে পারে। ভিডিওতে দেখা যায়, একটি হলুদ রঙের সাপে পিঠে চড়ে বসেছে এক খয়েরি রঙের ব্যাঙ।কিন্তু সাপটি তা বুঝতেই পারেনি। নিজের শিকার খুঁজে বেড়াচ্ছে সে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে আসতেই হইচই পড়ে গিয়েছে। মুহুর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। কয়েকঘন্টার মধ্যেই ২৫ হাজার নেটাগরিক দেখে ফেলেছেন এই ভিডিওটি। ৪০০ এর বেশী বার করা হয়েছে রিটুইট। পছন্দ হয়েছে প্রায় ৩ হাজার নেটাগরিকদের। দেখে নিন এই মজার ভিডিও

 

 

সম্পর্কিত খবর