শিব চালিশা পাঠ করে তাজমহলে গেরুয়া ঝাণ্ডা লাগাল একদল যুবক! ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ তাজমহলে (Tajmahal) আরও একবার ধার্মিক গতিবিধির মামলা সামনে এলো। হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা তাজমহল চত্বরে গেরুয়া ঝাণ্ডা লাগিয়ে শিব চালিশা পাঠ করে আর এই ঘটনার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে যায়। তাজমহল চত্বরে গেরুয়া ঝাণ্ডা তোলা যুবকের পরিচয় হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি গৌরব ঠাকুর বলে জানা গিয়েছে।

   

তাজমহলের নিরাপত্তা বন্দোবস্তের চোখে ধুলো দিয়ে গৌরব ঠাকুর আরও কিছু কর্মী নিয়ে গিয়ে তাজমহল পরিসরে শিব চালিশা পড়েন এবং গেরুয়া ঝাণ্ডা তোলেন। এর আগে বিজয়দশমীর দিনেও তাজমহলে গেরুয়া ঝাণ্ডা তোলা হয়েছিল।

https://www.youtube.com/watch?v=UIA2sIzKzug

করোনা সংক্রমণের কারণে পর্যটকদের স্পর্শ না করে তাঁদের তল্লাশি চালিয়ে তাজমহল চত্বরে ঢোকার অনুমতি দিচ্ছে। আর এটারই ফায়দা তুলে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা গেরুয়া ঝাণ্ডা আর শিব চালিশা নিয়ে তাজমহল চত্বরে ঢুকে পড়ে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিরাপত্তা রক্ষীরা বিষয়টি জানতে পারে।

নিয়ম অনুযায়ী, তাজমহল চত্বরে ধার্মিক আর প্রমোশনাল গতিবিধি নিষিদ্ধ আছে। শুধুমাত্র শুক্রবার তাজমহল চত্বরে থাকা মসজিদে নামাজ পড়ার অনুমতি আছে। এছাড়া আর অন্য কোনও ধার্মিক গতিবিধি চালানোর অনুমতি নেই তাজমহল চত্বরে। তাজমহল প্রাঙ্গণে গেরুয়া ঝাণ্ডা তোলা র শিব চালিশা পাঠ করার জন্য সোমবার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাজগঞ্জ থানার SI উমেশচন্দ্র ত্রিপাঠি বলেন, সোমবার তাজমহল প্রাঙ্গণে এক হিন্দুত্ববাদী সংগঠনের চারজন সদস্য গেরুয়া ঝাণ্ডা তোলে। এই ঘটনার পর সুরক্ষায় মোতায়েন আধাসামরিক বাহিনীর সদস্যরা চারজনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়। উনি জনান, পুলিশ গৌরব ঠাকুর সমেত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করেছে। এই বিষয়ে আগামী পদক্ষেপ নেবে পুলিশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর