ঐতিহাসিক স্থলে ভূতের আনাগোনা, ক্যামেরায় বন্দি রোমহর্ষক দৃশ্য! ভাইরাল ভিডিওয় তোলপাড় গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্কঃ যদি আপনি ভূত প্রেতে বিশ্বাসী না, তাহলে ভাইরাল হওয়ার এই ভিডিও (Viral Video) দেখলে আপনার চিন্তাধারা পাল্টাতে পারে। কারণ আমেরিকার পেনসেলভিনিয়ায় কয়েকজন পর্যটকের ক্যামেরায় যা বন্দি হয়েছে, সেটা দেখে গোটা বিশ্ব তোলপাড়। উল্লেখ্য, গেটিসবার্গের (Gettysburg) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে স্পষ্ট দুটো ভূতকে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সবাইকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করতে বাধ্য করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এক পরিবার সিভিল ওয়ার সাইটের পাশ থেকে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল। তখনই অন্ধকারে দুটি ছায়া দেখা যায়।

ভূতের ওই ছায়াকে পর্যটকের এই পরিবার নিজেদের ক্যামেরায় বন্দি করতে সফল হয়। এরপর ওনারা এই ভয়ানক ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন, আর সেটি দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। প্রসঙ্গত, গ্রেগ ইউলিং আর ওনার পরিবার ঐতিহাসিক যুদ্ধ স্থলের পাশে ঘোরাফেরা করছিল। জানিয়ে দিই, ওই জায়গাতেই গৃহযুদ্ধের সময় ৫০ হাজারের বেশি সেনা মারা গিয়েছিল। ভাইরাল হওয়া এই ভিডিওয় আত্মার মতো দেখা ছায়াদের কামানের আশেপাশে ঘুরতে দেখা যায়।

এই ভয়ানক ঘটনা নিয়ে দ্য সান পত্রিকাকে ইউলিং পরিবার জানায়, আমরা রাতে একটি গাড়ি করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলাম। তখন আচমকাই আমরা কিছুর চিৎকার শুনতে পারি। আমি বাদিক থেকে কিছু আওয়াজ শুনেছিলাম, আর আমার কাকা ডানদিক থেকে আওয়াজ শুনেছিল। আশেপাশে অদ্ভুত কোয়াশা ছিল, এরপর আমরা এই আকৃতি গুলোকে অন্ধকারে চলতে দেখি।

ইউলিং আরও জানান, আকৃতি গুলো মানুষের আকারে ছিল। দুটি ছায়ার মধ্যে একটি কামানের সামনে দিয়ে চলা যায়। আর আরেকটি কামানের পাশেই ছিল। রিপোর্ট অনুযায়ী, এই দৃশ্য দেখে ইউলিং পরিবার আতঙ্কিত হয়ে যায়। আর সেখান থেকে ফেরত আসার উপক্রম করে। ফেরত আসার পর ইউলিং পরিবার এই ভিডিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর এরপর দ্রুত গতিতে ভাইরাল হয় এই ভিডিও।

ভিডিওতে ভূতেদের পরিস্কার বোঝা যাচ্ছে। এই ভয়ানক ভিডিও ইউলিং পরিবার ইন্টারনেটে শেয়ার করে, আর এরপর থেকে ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, দুটি ছায়া কামানের আশেপাশে ঘুরছে। জানিয়ে দিই, এই ভিডিও কোনও রকম এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। জানিয়ে এই ভিডিও যেখানে শুট করা হয়েছে, সেখানকার ইতিহাসই ভৌতিক। আর ইতিহাস যাদের পছন্দের, তাঁরা মাঝেসাঝেই সেখানে ঘুরতে যান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর