জমি জুড়ে বিশাল ‘ইকোফ্রেন্ডলি’ গনেশের ছবি; ভাইরাল ভিডিও দেখে ধন্য ধন্য নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : দেশজুড়ে প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। মহারাষ্ট্রের কয়েকজন সদ্য কুড়ির কোঠায় পা দেওয়া যুবক তৈরি করেছেন এক বিশাল গনেশের (ganesh) ছবি। যা একে বারেই ইকো ফ্রেন্ডলি অর্থাৎ প্রকৃতির কোনো ক্ষতি করবে না। ভাইরাল ভিডিওতে এই বিশাল ছবি দেখেই ধন্য ধন্য করছে নেটাগরিকরা।


আজ গনেশ চতুর্থী। গোটা মহারাষ্ট্র জুড়ে অন্যান্য বার আজকের দিনে উৎসবের মেজাজ থাকলেও করোনা পরিস্থিতির কারনে এবারের সেই উউদযাপনে ভাঁটা পড়েছে। বেশীরভাগ স্থানেই খুব সীমিতভাবে সাড়া হচ্ছে পুজো। করোনা পরিস্থিতিতে ২০০ ফুট লম্বা ও ১০০ ফুট চওড়া বিশাল গনেশের ছবি তৈরি করে নেটদুনিয়াকে তাক লাগিয়ে দিলেন মহারাষ্ট্রের কয়েকজন যুবক। শিল্পকর্মের অন্যতম শিল্পী প্রতীক টান্ডলে বলেন, আমরা আমাদের সৃষ্টির মাধ্যমে আনন্দ ছড়িয়ে দিতে চাই বলে বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই এই ছবি করা হয়েছে।

টান্ডলে ও তার বন্ধুরা ঘাস, ওট এবং গমের গাছের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে গনেশের সবুজ ছবি তৈরি করা হয়েছে। সাদা রঙ হিসাবে ব্যাবহার করা হয়েছে চুনের গুড়ো এবং খয়েরি রঙের উপাদান হিসাবে ব্যাবহার করা হয়েছে লাল বালি। ছবিটি তৈরি করতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। সময় লেগেছে ৪৫ দিন।

টন্ডলে বলেছিলেন, কৃষক ও শিল্প উত্সাহী দলটি তাদের নিজস্ব পকেট থেকে মাস্টারপিস তৈরির জন্য প্রায় 25,000 টাকা ব্যয় করেছে, ট্যান্ডেল জানিয়েছেন। যদিও তাঁর সৃষ্টির ভিডিও বা ফটো ভাগ করা বেশিরভাগ লোকেরা তার নাম উল্লেখ না করে, তরুণ শিল্পী খুশী যে এইরকম পরীক্ষামূলক সময়ে এটি সবার মাঝে আনন্দিত হয়েছিল। দেখে নিন ভাইরাল ভিডিও

সম্পর্কিত খবর