অন্য গ্রহ থেকে সূর্যাস্তের সময় কতখানি সুন্দর দেখায় সূর্যকে! নাসার পোস্ট করা মহাজাগতিক দৃশ্যের ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral video) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

   

সূর্যাস্ত দেখতে সকলেই ভালবাসে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অপরূপ সেই দৃশ্য দেখে প্রতিদিন মোহিত হন হাজার হাজার মানুষ। কিন্তু কোনোদিন ভেবেছেন কি পৃথিবী ছাড়া অন্য গ্রহ থেকে সূর্যাস্ত দেখতে ঠিক কেমন? আপনাকে সেই বিরল অভিজ্ঞতার সাক্ষী করতে নাসা এনেছে বিভিন্ন গ্রহের সূর্যাস্তের ভিডিও। যা সামাজিক মাধ্যমে আসতেই মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

নাসার সূর্যাস্ত সিমুলেটরটি মেরিল্যান্ডের গ্রিনবেলেটের নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহ বিজ্ঞানী গেরোনিমো ভ্যালানুয়েভার তৈরি করেছেন। যা দিয়েই তৈরি হয়েছে ভিডিওটি। যাতে চাঁদ, শুক্র, মঙ্গল, ইউরেনাস এবং শনির বৃহত্তম উপগ্রহ টাইটান থেকে সূর্যাস্ত এর দৃশ্য ঠিক কেমন তার একটি ঝলক রয়েছে। পৃথিবীতে যে সূর্য রাঙা আবির আকাশে ছড়িয়ে অস্ত যায়, মঙ্গল বা শুক্রতে তাকে ঠিক কেমন লাগে সেটাই এই ভিডিওতে দেখিয়েছে নাসা। ভিডিওটি পোস্ট হতেই মহাকাশ উৎসাহীদের মধ্যে হই চই পড়ে গিয়েছে

প্রসঙ্গত, এর আগে মার্কিন মহাকাশ সংস্থা নাসা সূর্যের দশ বছরের গতিবিধির রেকর্ডিংয়ের একটি টাইমল্যাপস ভিডিও প্রকাশ করেছে। নাসা জানিয়েছে, এই সমস্ত ছবি তোলা হয়েছে নাসার ‘সোলার ডায়নামিক্স অবজারভেটরি’ (এসডিও) থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ।

সোলার ডায়নামিক্স অবজারভেটরি টানা 10 বছর ধরে সূর্যের উপর নজরদারি করেছিল, সেই ছবি দিয়েই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই দশ বছরে সূর্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কৃত হয়েছে, বলে জানিয়েছে নাসা।

 

সম্পর্কিত খবর