রিল তৈরি করতে গিয়ে ট্রেনের কামরায় তাণ্ডব যুবকের! অবলীলায় ছিঁড়ে ফেললেন সিট, তারপরে যা হল…..

বাংলা হান্ট ডেস্ক: সমাজ মাধ্যমের দৌলতে নিত্যদিন ভিন্ন রকমের ভিডিও আমরা দেখে থাকি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখে রেগে লাল নেটপাড়া। যুবকের কীর্তি দেখে তার শাস্তির দাবি তুলছেন সকলে। হাসতে হাসতে রিল বানাতে গিয়ে রেলের কামরায় তান্ডব নৃত্য শুরু করেন তিনি। এমনকি রেলের সম্পত্তিও ক্ষতি করেছেন ওই যুবক। আর এমন কীর্তি দেখেই শুরু হয়েছে ঘোরতর বিতর্ক।

রিল বানাতে গিয়ে ভারতীয় রেলের সম্পত্তি ক্ষতি যুবকের ভাইরাল ভিডিও (Viral):

বর্তমান সময়ে মানুষ রিল বানাতে গিয়ে এমন সব ঘটনা ঘটিয়ে থাকেন যা দেখে তাজ্জব হওয়া ছাড়া কোন উপায় থাকে না। কেউ কেউ ট্রেন থেকে ঝাপ মারছে তো আবার কেউ বাসের মাথায় উঠে রিল বানাচ্ছে। তবে এবার এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে রিল বানালেন এক যুবক। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাতের বেলায় ট্রেনের একটি ফাঁকা কামরায় এক যুবক সিটের আস্তরণ টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। (ভিডিওটি সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

আবার সেই আস্তরণগুলিকে ছিঁড়ে জানলা দিয়ে ফেলেও দিচ্ছেন। শুধু তাই নয়, দেখা গিয়েছে ট্রেনের একটি ধাতব অংশও জানলা দিয়ে ফেলে দিতে। আর গোটা বিষয়টি তিনি হাসি মুখেই করেছেন। নীল সোয়েটার, গলায় মাফলার দেওয়া যুবক এই কাণ্ড যে শুধুমাত্র রিল বানানো এবং ভিউজ পাওয়ার চক্করে ঘটিয়েছেন সেকথা বেশ বোঝা যাচ্ছে। তবে রিল বানাতে গিয়ে তিনি পুরো কামরায় ধ্বংসলীলা শুরু করেন। যদিও ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি ওই ভাইরাল (Viral) ভিডিওতে ব্যক্তিটি কিছু বলছিলেন তাও শোনা যায়নি।

আরও পড়ুনঃ ‘আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট…’ হঠাৎ বিস্ফোরক ফিরহাদ হাকিম

জানা যায়, ৩১ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয় মিস্টার সিনহা (Mr Sinha) নামের একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে। আর ভিডিওটি পোস্ট হওয়ার পর রাতারাতি ভাইরাল (Viral) হয়ে যায়। ইতিমধ্যেই এই ভিডিওটির দর্শক সংখ্যা ১.৬ মিলিয়ন। শুধু ভিউজ নয় একই সাথে, এই ভিডিওতে কমেন্ট বক্সেও মন্তব্যের ঝড় উঠেছে। যদিও গোটা বিষয়টিকে কেউই ভালো চোখে নেননি।

আরও পড়ুনঃ কোনো ছুটিই নেই! জানুয়ারিতে কবে কবে জলে গেল রাজ্য সরকারি কর্মীদের হলিডে? এল তালিকা

নেট নাগরিকরা কি মন্তব্য করেছেন এই নিয়ে: ভাইরাল (Viral) ওই ভিডিওতে কেউ মন্তব্য করেছেন, “রেল বিভাগ এবং প্রধানমন্ত্রীকে বদনাম করার জন্য এই ব্যক্তি এরকম কাজ করছেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “এর বাইরে থাকা উচিত নয়, একে জেলে পাঠানো উচিত।” আবার অনেকেই মন্তব্য করেছেন এই ব্যক্তি নাকি “বিহারের বাসিন্দা”। আরেক নেট জনতা লিখেছেন “অসুস্থ মানসিকতা দেশকে নিম্ন পর্যায়ে নিয়ে যাচ্ছে।” এমনি সব মন্তব্য ভেসে আসছে ভিডিও থেকে। অর্থাৎ ভিডিওটি যে সমাজ মাধ্যমে বেশ প্রভাব ফেলেছে তা স্পষ্ট।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর