টাইমলাইনভিডিও

গরমের হাত থেকে বাঁচতে অভিনব উপায়! ফ্যানে জলের বোতল বেঁধে “বিছানা স্নান” যুবকের, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে গ্রীষ্মের প্রবল দাবদাহ শুরু হয়েছে। এমনকি একাধিক রাজ্য এখনও পর্যন্ত রয়েছে বৃষ্টিহীন। যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। দুপুরের দিকে কার্যত বাড়ি থেকে বেরোনোটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এমতাবস্থায় সকলেই চাইছেন একটু শীতলতার ছোঁয়া। শুধু তাই নয়, বিগত কয়েক সপ্তাহে রেকর্ড হারে বিক্রি হয়েছে এসিও। তবে অনেকেই এই বিপুল খরচ বহন করতে পারেন না। এই পরিপ্রেক্ষিতে এবার অভিনব এক ঘটনা সামনে এল।

গ্রীষ্মের জ্বালা ধরা গরম থেকে মুক্তি পেতে অদ্ভুত পন্থা অবলম্বন করলেন এক ব্যক্তি। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যা দেখে কার্যত অবাক হয়েছেন সকলেই। গরমের হাত থেকে বাঁচতে যে এই উপায় অবলম্বন করা যায় তা কার্যত ভাবতে পারেননি কেউই!

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সকলেই নেটমাধ্যমে সময় কাটাতে ভালোবাসি। দেশ-বিদেশের বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এখানে পাওয়া যায় লক্ষ লক্ষ ভাইরাল ভিডিওর ভিড়। আরে সেগুলি মনোরঞ্জনের জন্য দেখতে ভালোবাসেন নেটাগরিকরা। আর সেইসব ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা কার্যত সবাইকে হতবাক করে দেয়। উপস্থিত বুদ্ধির জোরে মানুষ যে অভিনব সব চিন্তা করতে পারে সেগুলিই স্পষ্টভাবে ফুটে ওঠে ভিডিওগুলিতে।

ঠিক কি দেখা গিয়েছে ভিডিওটিতে:
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, গ্রীষ্মের প্রবল উত্তাপ থেকে বাঁচতে বাড়িতেই এক অনন্য উপায় অবলম্বন করেছেন এক ব্যক্তি। বিছানায় শুয়ে শুয়েই রীতিমত “বিছানা স্নান” সারছেন তিনি। টেবিল ফ্যানের সাথে জলের পাইপ এবং বোতল লাগিয়ে বিছানায় শুয়ে পরেছেন তিনি। এদিকে, ফ্যানটি এদিক-ওদিক ঘুরতেই বোতলে করা ফুঁটো থেকে জল পড়ছে ওই ব্যক্তির গায়ে। আর এভাবেই গরমের হাত থেকে বাঁচার উপায় খুঁজে নিয়েছেন তিনি।

এদিকে, মোট ১৫ সেকেন্ডের এই ভিডিওটিই এখন ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। পাল্লা দিয়ে দর্শকসংখ্যা বাড়ছে এটিতে। পাশাপাশি, বাড়ছে লাইকের সংখ্যাও। এছাড়াও, ভিডিওটি দেখে নিজেদের মজাদার প্রতিক্রিয়া জানাতে ভোলেননি নেটিজেনরা। তীব্র দাবদাহের হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি যেভাবে ঘরোয়া জোগাড়েই নিজেকে ঠান্ডা করছেন তা দেখে অবাক হয়েছেন সকলেই।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker