হাত দিয়ে খাবার খেতে জানেন না রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন কংগ্রেসের যুবরাজ

কংগ্রেসের পূর্ব সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) বৃহস্পতিবার তামিলনাড়ু সফরে ছিলেন। রাহুল গান্ধী তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ক্রিড়া অনুষ্ঠান জালিকাট্টু দেখার জন্য উপস্থিত হয়েছিলেন। রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, আমার এই সফর তাদের জন্য যারা মনে করেন যে আমি তামিলদের জনগনের সাথে ভেদাভেদ করি।

   

রাহুল গান্ধী আরো বলেন, এই অনুষ্ঠান তামিলনাড়ুর সংস্কৃতির জ্বলন্ত উদাহরণ। রাহুল গান্ধী ছাড়াও অনুষ্ঠানে ডিএমকে নেতা উদয়নধি স্টালিন, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল উপস্থিত ছিলেন। লক্ষণীয় বিষয় যে রাহুল গান্ধী এখন জালকাট্টুকে তামিল সংস্কৃতির জ্বলন্ত উদাহরণ বললেও এর আগে কংগ্রেস এই অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানে রাহুল গান্ধীর খাওয়া দাওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী ভাত বা ভাত জাতীয় কিছু খাবার সবার সাথে বসে খাচ্ছেন। তবে রাহুল গান্ধী খাবারকে মুখের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছেন। হাতে খাবার খেতে রাহুল গান্ধীর অসুবিধা হচ্ছে বলে স্পষ্ট ভিডিওতে দেখা মিলছে।

আর এই নিয়েই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল। কোনো সোশ্যাল মিডিয়া ইউজার বলেছেন, জানানোর জন্য ধন্যবাদ যে এইভাবে হাত দিয়ে খাবার খেতে হয়। এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী লিখেছেন, রাহুল গান্ধী কি পপকন খাচ্ছেন? কেউ আবার বলেছেন, রাহুল গান্ধী সবে মাত্র ইতালি থেকে ফিরেছেন তাই মদের চাট অভ্যাস যায়নি।

প্রসঙ্গত, জালকাট্টু একটা খেলা যেটা পঙ্গল উৎসবের একটা অংশ। এই খেলায় লোকজন ষাঁড় ধররা চেষ্টা করে এবং তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাহুল গান্ধী বলেন, আমি দিল্লী থেকে এই অনুষ্ঠান দেখতে এসেছি কারণ আমি মনে করি তামিল ভাষা, তামিল ইতিহাস, তামিল সংস্কৃতি ভারতের ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন।

সম্পর্কিত খবর