সুপার অ্যানাকোন্ডার পর ‘শেষনাগ” সবথেকে দীর্ঘ মালগাড়ি চালিয়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল, দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ করোনার মধ্যে ভারতীয় রেল (Indian Railways) একের পর এক প্রয়োগ করে চলেছে। কিছুদিন আগে সুপার অ্যানাকোন্ডা (Super Anaconda) নামের ১৭৭ বগির মালগাড়ি ছোটানর পর এবার রেল আরেকটি নতুন পরীক্ষণ করল। দক্ষিণ পূর্ব রেল দ্বারা বৃহস্পতিবার ২.৭৭৩ মিটার দীর্ঘ (প্রায় পৌনে তিন কিমি) মালগাড়ির পরীক্ষণ করে।

রেলওয়ে এই মালগাড়ির নাম শেষনাগ (Train Sheshnag) দিয়েছে। এই মালগাড়িতে ২৫৩ ট বগি আছে, ৯ টি ইঞ্জিন আর ৪ টি ভ্যান গার্ড আছে। এই ট্রেনের চারটি ইলেক্ট্রিক ইঞ্জিন লাগানো হয়েছে। এই বিশেষ মালগাড়ির পরীক্ষণ দক্ষিণ পূর্ব রেলের নাগপুর ডিভিশন করেছে। ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার এমন হল, যখন এতবড় মালগাড়ি ট্রাকে ছুটল।

এর আগে দক্ষিণ পূর্ব মধ্য রেল তিনটি মালগাড়ি জুড়ে দেশে প্রথমবার দুই কিমি দীর্ঘ মালগাড়ি চালানোর রেকর্ড করেছে। ‘সুপার অ্যানাকোন্ডা” নামের এই ট্রেন উড়িষ্যার লাজকুরা থেকে রাউরকেল্লার মধ্যে চালানো হয়। সুপার অ্যানাকোন্ডায় তিনটি মালগাড়িকে একসাথে যুক্ত করা হয়েছিল। এই ট্রেন রেকর্ড গতিতে নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছা যায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর