হায় হায়! এ কী কান্ড! ছাতা বিছিয়ে রেলওয়ে ট্র্যাকেই নিশ্চিন্ত ঘুম! শেষমেশ চালক যা করলেন…’থ’ সকলেই

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে কোনও কিছু ভাইরাল হতে সময় নেয় না। সম্প্রতি তেমনই একটি অদ্ভুত ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে একটি ট্রেনের ট্র্যাকের উপর এক ব্যক্তি ঘুমাচ্ছেন। ওই ব্যক্তি ঘুমে এতটাই বিভোর ছিলেন যে ট্রেন আসার শব্দও তার ঘুম ভাঙাতে পারেনি।

ভারতীয় রেলের (Indian Railways) ভাইরাল ভিডিও (Viral Video)

রেললাইনের (Railway Track) উপর মাথায় ছাতা নিয়েই ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত ট্রেনের চালক ট্রেন থেকে নেমে এসে ওই ব্যক্তিকে ঘুম থেকে তোলেন। জানেন কোথায় ঘটেছে এমন অদ্ভুত ঘটনা? আমাদের দেশের অধিকাংশ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ভারতীয় রেল (Indian Railways)।

   

আরোও পড়ুন : একবার কাটলেই নিশ্চিন্ত! একটানা ৫৬ দিন ভ্যালিড ট্রেনের টিকিট! রেলের এই সুবিধার কথা জানতেন ?

ভারতীয় রেলকে নিয়ে ঘটে যাওয়া নানান ঘটনা মাঝেমধ্যেই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। তবে সম্প্রতি উত্তরপ্রদেশে (Uttarpradesh) প্রয়াগরাজের এই ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, এক বয়স্ক ব্যক্তি শুয়ে রয়েছেন রেললাইনে।

আরোও পড়ুন : আক্রান্ত বাংলা হান্ট! শোভনকে ‘খোলা চ্যালেঞ্জ’ আক্রমণকারী যুবকের, কভারেজে গিয়ে ধুন্ধুমার!

প্রথম দেখাতে মনে হতে পারে যে ওই ব্যক্তি হয়ত রেলে মাথা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছেন। তবে সেই ভুল ভাঙে কিছুক্ষণ পরই। আসলে ওই বৃদ্ধ রেল লাইনে ছাতা খাটিয়ে পাড়ি দিয়েছিলেন ঘুমের দেশে। এই বয়স্ক ব্যক্তির কান্ডটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে তা নয়, গোটা একটা ট্রেন থামতে বাধ্য হয়েছে ওই ব্যক্তির জন্য।

উপায় না পেয়ে শেষমেষ ট্রেন (Train) থেকে নেমে আসেন লোকো পাইলট। তিনি প্রথমে কিছু বুঝতে পারেননি। তারপর লোকো পাইলট ঘুম থেকে তোলেন ওই ব্যক্তিকে। সচিন গুপ্তা নামের এক ব্যক্তির আপলোড করা এই ভিডিও এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও (Viral Video) দেখে অনেকেই বেশ মজা পেয়েছেন।

এক্স হ্যান্ডেলে সচিন লেখেন, ‘উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেললাইনে ছাতা নিয়ে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। তা দেখে লোকো পাইলট ট্রেন থামিয়ে দেন। তারপর তাঁকে ঘুম থেকে তুলে ট্র্যাক থেকে সরিয়ে দেয় এবং তারপর ট্রেনটি চলে যায়।’ অনেকে মজা করে এই ব্যক্তিকে ঘুম বিলাসীদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ঘোষণা করেছেন। এছাড়াও আরো নানান ধরনের মজার মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর