পাকিস্তানে শুরু মেট্রোরেল, জনগনের কীর্তির ভাইরাল ভিডিও দেখে হেসেই খুন নেটপাড়া

viral video : শহর কলকাতা ও বাঙালির সাথে মেট্রো রেলের সম্পর্ক বহুদিনের। ভারতের প্রথম মেট্রোরেল চালু হয়েছিল এই শহরেই। ৩৬ বছর আগে ১৯৮৪ সালে প্রথম মেট্রোয় চড়ে বাঙালি কি করেছিল তা জানা নেই। কিন্তু পাকিস্তানের লাহোরে প্রথম মেট্রো চালুর সময় সেখানকার অধিবাসীরা যা করল তাতে আপনি না হেসে থাকতে পারবেন না। সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল একাধিক ভিডিও।

IMG 20201105 210204

গত সপ্তাহে পাকিস্তানের লাহোরে  মেট্রোর চলাচল শুরু হয়েছে।  এই ২৭ কিমি দীর্ঘ অরেঞ্জ লাইনে ২৬ টি স্টেশন রয়েছে!  যার কারণে এখন লাহোর, যা একটি অত্যন্ত যানজটের কারনে  বাসে করে যেখানে যেতে আড়াই ঘন্টা লাগত, মেট্রো দিয়ে সেখানে পৌঁছতে কেবল ৪৫ মিনিট সময় লাগবে।  তবে পাকিস্তানের লাহোরে মেট্রোর অভ্যন্তরে
পাক নাগরিকরা যা করছে তার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

২ নভেম্বর এক ব্যবহারকারী একটি ভিডিও  শেয়ার করে টুইটারে লিখেছেন, “লাহোরের অরেঞ্জ লাইনের মেট্রো জনসাধারণকে বিনোদন দেওয়ার নতুন সুযোগ দিচ্ছে!”  এই ভিডিওতে এক লাখের বেশি বার দেখা হয়েছে এবং ৩ হাজারেরও বেশি লাইক এসেছে।

অন্য একটি ভিডিওতে এক বাচ্চাকে ট্রেনের হাতল ধরে ঘুরতে দেখা যাচ্ছে। ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন,  মানুষের থেকে পাথরের ওপর বেশি খরচ করলে এই হয়। দেখে নিন ভাইরাল ভিডিও গুলি

সম্পর্কিত খবর