শহর কলকাতার উপকন্ঠে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, ভাইরাল ভিডিও ঘিরে জোর আলোচনা নেট পাড়ায়

বাংলাহান্ট ডেস্কঃ  করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা। সামাজিক মাধ্যমে একের পর এক পাল্লা দিয়ে ভাইরাল হয়ে চলেছে সেই ছবি।

PicsArt 04 28 12.57.11

এবার ময়ূরের দেখা মিলল কলকাতার কাছে ব্যারাকপুরে। ব্যারাকপুর সেনা ছাউনি এলাকায় রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে ময়ূরটিকে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাগ করে নেন সুবীর সাহা নামে এক নেটিজেন। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

রিভার সাইড রোড পেরিয়ে গেলে ক্যান্টনমেন্ট এলাকা। এর একদিকে রয়েছে পুলিশের ট্রেনিং ক্যাম্প, অন্যদিকে সেনার ব্যারাক। ওদিকে এসডিও অফিস পার হয়ে গেলেই নর্থ গেট। এর পর থেকেই বাড়তে থাকে প্রকৃতির শোভা। কিন্তু সাধারণ সময়ে এই এলাকায় এত ভিড় থাকে যে বন্যপ্রাণীরা ভয়ে বেরোতেই পারে না। লকডাউনের নিস্তব্ধতায় তাই নির্ভয়ে বেরিয়ে এল ময়ূরটি। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের পুরোনো বিল্ডিং এবং রাজভবন বিল্ডিং এলাকায় ময়ূরের দেখা মিলেছে।

https://m.facebook.com/story.php?story_fbid=2821604524791751&id=100008266920156
কিছুদিন আগেই, রাজ্য বন দফতর জানিয়েছিল রবীন্দ্র সরোবর সংলগ্ন সাদার্ন অ্যাভিনিউ, হেস্টিংস, বিধান নগর, গল্ফ ক্লাব এলাকা, পাটুলি, আনন্দপুর, গড়িয়া অঞ্চলে শেয়ালের দেখা মিলছে। শহর কলকাতার আসে পাশে তেমন বনাঞ্চল না থাকলেও শেয়াল যে কলকাতায় চুপিসারে বিচরণ করে তা জানা অনেকের। তবে নির্ভয়ে বুক ফুলিয়ে শহরের রাস্তায় ঘুরতে দেখা গেল এই প্রথম। শেয়ালের পাশাপাশি শহর এবং শহরতলিতে প্রচুর সংখ্যায় ভামও দেখা যাচ্ছে। এমনকি ভামের সংখ্যা বেড়েছে বলেই বন দফতরের কাছে খবর।

সম্পর্কিত খবর