কুকুর না বাদুড় ‘ধরতে পারবেন না’! দেখে নিন নেটদুনিয়ায় ভাইরাল এই প্রাণীর ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ বাদুড়ের মত কুকুর নাকি কুকুরের মত বাদুড়! নেট দুনিয়ায় ভাইরাল (viral) এই প্রাণী ঘিরে চলছে জোর কদমে চর্চা। অনেকে এটি ভুয়ো বলে দাবি করলেও এই প্রাণীটি সত্যি আছে। জেনে নিন এই ভাইরাল প্রাণীটি সম্পর্কে

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

কিছুদিন আগে এমনই একটি বাদুড়ের ছবি ভাইরাল হয়েছিল যাকে দেখতে ঠিক মানুষের মত। এবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে হুবুহু কুকুরের মত দেখতে বাদুড়৷ যার নাম ‘বুয়েটিকোফার্স এপলেট্টেড ফ্রুট ব্যাট’। এই বাদুড় আফ্রিকার আইভরি কোস্ট, ঘানা, গিনি, গিনি-বিসাউ, লাইবেরিয়া, নাইজেরিয়া, সেনেগাল এবং সিয়েরা লিওনে-র মতো দেশে দেখতে পাওয়া যায়।

এই ছবিটি সর্বপ্রথম সামাজিক মাধ্যমে ভাগ করে নেন ইমোশনাল পেড্যান্ট নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডল। তার পরেই সামাজিক মাধ্যমে হু হু করে ভাইরাল হয়ে যায় পোস্টটি। প্রায় ২৪ হাজার নেটাগরিকেরা পছন্দ করেছেন ছবিটি। রিটুইট হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার।

 

সম্পর্কিত খবর