ভাইরাল ভিডিওঃ আমজনতাকে মাদকের নেশা থেকে দূরে সরাতে পুলিশ গাইলেন গান

বাংলাহান্ট ডেস্কঃ এবার লেননের বিখ্যাত ‘ইম্যাজিন’ গান গেয়ে আমজনতাকে মাদক সেবন থেকে দূরে সরানোর বার্তা দিলেন মেঘালয় পুলিশ (Meghalaya Police)। যা ইন্টারনেট দুনিয়ায় তুলেছে প্রশংসার ঝড়, পড়েছে শত শত লাইক।

https://www.facebook.com/meghpolice/videos/275088013846167/?t=3

মেঘালয় পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে গানের ভিডিওটি শেয়ার করা হয়েছে । এবং এই অভিনব উদ্যোগ ভাইরাল হয়েছে অজস্র নেটিজেনদের হাতে। ভিডিওটির সঙ্গে এক বার্তায় বলা হয়েছে, “#ওয়ার্ল্ড মিউজিক ডে এবং ড্রাগ আসক্তি ও অবৈধ পাচারের বিরুদ্ধে আসন্ন আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আমাদের সচেতনতামূলক প্রচারের ধারাবাহিকতা, আমরা ‘দ্য খাকি ভাইবস’। গানের মাধ্যমে একটি সচেতনতামূলক ভিডিও।”

৬৮,০০০ এরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ ব্যান্ডটি নেশা সম্পর্কে কথা বলতে লেননের গানের সুরকে ব্যবহার করেছে। মাদক সেবন ছেড়ে দিলে মানুষ কীভাবে সুখের জীবন কাটাবে, তার বর্ণনা করা হয়েছে।

gan 1

অনলাইনে শেয়ার হওয়ার পরে, ভিডিওটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বন্যা বয়েছে কমেন্টের। অধিকাংশই মেঘালয় পুলিশের প্রশংসা করেছেন। “আমাদের রাজ্যে মেধার অভাব নেই। মেঘালয় পুলিশকে ধন্যবাদ, আপনারা আমাদের গর্বিত করেন,” এমনই অনেক কমেন্টে ভরে উঠেছে ভিডিওটি।

সম্পর্কিত খবর