স্যানিটাইজার বিলোচ্ছে শাড়ি পড়া রোবট, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও :  করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে সমস্ত অফিস, শো রুমে ঢুকলেই বাধ্যতামূলক ভাবে হ্যান্ড করতে হচ্ছে স্যানিটাইজার। কিন্তু সেখান থেকেও ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। হ্যান্ড স্যানিটাইজার বিলিতে অভিনবত্ব আনল তামিলনাড়ুর একটি শো রুম। ভাইরাল ভিডিও (viral video) দেখে অভিনবত্বকে সাধুবাদ জানিয়েছে নেট দুনিয়া।

   

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল (viral) ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে লাল এবং সবুজ রঙের শাড়ি পরে একটি রোবট সেই শো রুমে আসা গ্রাহকদের স্যানিটাইজার বিতরণ করছে। ভারতীয় বনকর্মী সুধা রামন এই ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়৷ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ প্রযুক্তি টিএন-এর (তামিলনাড়ু) একটি টেক্সটাইল শোরুমে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। শাড়িতে ড্রেপযুক্ত একটি অটোমেটেড মানকুইন গ্রাহকদের আশেপাশে সনাক্ত করে এবং স্যানিটাইজার সরবরাহের জন্য তাদের কাছে বেড়ায়। পোস্ট করোনার তীব্র প্রযুক্তিগত বিবর্তন নিশ্চিত। ‘

ব্যাবসায়ী হর্ষ গোয়েঙ্কার মতে এটি একের মধ্যে দুই। স্যানিটাইজার বিলির পাশাপাশি এটি দোকানের শাড়ির প্রদর্শনও করছে। সব মিলিয়ে এই মুহুর্তে জোর চর্চায় এই ম্যানিকুইন। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি

 

সম্পর্কিত খবর