আমেরিকার মঞ্চ মাতাচ্ছে বাংলার চাষীর মেয়ে, নাচ দেখে দাঁড়িয়ে পড়লেন বিচারকেরা! দেখুন ভাইরাল ভিডিও

viral video : বাংলার এক প্রান্তিক চাষীর মেয়ে এই মুহুর্তে তার নাচের জন্য সারা বিশ্বজুড়ে ভাইরাল। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হচ্ছে তার ভাইরাল ভিডিও। আমেরিকান গট ট্যালেন্ট নামের এক রিয়েলিটি শোতে মার্কিন মুলুক কাঁপানো বাংলার মেয়ে সোনালী গোটা দেশের গর্ব।

   

সোনালী মজুমদারের বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে সে। সোনালী পশ্চিমবঙ্গের কৃষকের মেয়ে। এর আগে ২০১২ সালে ইন্ডিয়া গট ট্যালেন্টেওতে অংশ গ্রহণ করেছিলেন। সেই সময় যখন সে মাত্র সাত বছরের শিশু ছিল।

https://www.instagram.com/p/CEDY6NHJ84Y/?igshid=6od4ytua01jx

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে সোনালী জানান, তারা ষোলদারদীর বাসিন্দা। তার বাবা প্রতিদিন এক ডলারের কাছাকাছি (ভারতীয় টাকায় ৭০টাকা) উপার্জন করেন। সোনালী ব্রিটেনের গট ট্যালেন্টেরও অংশ ছিলেন।

https://www.instagram.com/p/CCnLUGUpdlA/?igshid=v4zade16ufrl

দুর্ভাগ্যবশত সোনালী মজুমদার এবং কলকাতার তার নাচের সঙ্গী মারাজু সুমন্ত আমেরিকা গোট ট্যালেন্ট-এর ফাইনালে হেরে গিয়েছে। ফাইনালে তাদের জুটি বলিউডের গান বাচ্চা এ হাসিনোতে নেচেছিল।

https://www.instagram.com/p/CAvCksoJGQ-/?igshid=3ot9br5ztnvo

নাচের এক পর্যায়ে, সোনালী মারাজুর মাথার উপরে দাঁড়িয়ে ছিল, তার পা তার মাথার উপরে রেখে স্পিন করছিল । বিচারকের আসনে থাকা হেইডি ক্লুম, সোফিয়া ভার্গারা এবং হাভি ম্যান্ডেল তার এই পারফরম্যান্সে আপ্লুত হয়ে যায়। ফাইনালে হেরে গিয়েও মার্কিন মুলুকের মন জয় করেছে সোনালী। তার নাচে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন বিচারকেরা।

 

https://www.instagram.com/p/CAR-d7eJ6mO/?igshid=12d5iupwb7k1v

সম্পর্কিত খবর