জম্মু কাশ্মীরে জঙ্গিকে আত্মসমর্পণ করতে বাধ্য করল সেনা, ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনা (Indian Army) শুক্রবার মধ্য কাশ্মীরের বড়গাম এর চাদুরা এলাকায় অপারেশনের সময় এক লস্করের (Lashkar-e-Taiba) মিলিট্যান্টকে জীবিত পাকড়াও করে। এই ঘটনা জম্মু কাশ্মীরে সেনা ইতিহাসে প্রথমবার লাইভ ভিডিও (Video) ক্যামেরায় কয়েদ করে। সেনা, পুলিশ আর CRPF অপারেশনের সময় সংযত থেকে স্থানীয় জঙ্গি জাহাঙ্গীর আহমেদ ভটকে AK47 রাইফেল আর বিস্ফোরক পদার্থের সাথে গ্রেফতার করে।

আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, লস্করের জঙ্গি জাহাঙ্গীর সেনার উপর লাগাতার গুলিবর্ষণ করছিল। গানফাইটের সময় এক জঙ্গি সুযোগ বুঝে পালাতে সক্ষম হয়। কিন্তু এই অপারেশনে সেনা ধৈর্য ধরে ছিল, আর জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগও দিয়েছিল। এরফলে স্থানীয় জঙ্গি জাহাঙ্গীর আহমেদ ভট সেনার কাছে আত্মসমর্পণ করে, আর নিজের প্রাণ বাঁচায়।

সুত্র অনুযায়ী, ২০ বছরের জাহাঙ্গীর এক সপ্তাহ আগেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। তখনই সে লস্করে যোগ দেয়। জাহাঙ্গীরকে জীবিত গ্রেফতার করার পর তাঁর বাবা-মা কে তাঁর সাথে দেখা করার জন্য ডাকা হয়। জাহাঙ্গীরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য জম্মু কাশ্মীর পুলিশ এখন তাকে সাহাজ্য করবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর