খালি পায়ে তড়তড়িয়ে বিদ্যুৎ খুঁটিতে উঠে গেলেন মহিলা, দেশি স্পাইডার ওমেনের ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়ে যান অনেকেই। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এমন এক কাজ করতে দেখা যায় যা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কেউই।

আমাদের ভারতীয় সমাজে নারী মানেই সে কষ্টসাধ্য কাজ করতে পারে না। যুগে যুগে এই ট্যাবু ভেঙে মহিলারা বেরিয়ে আসলেও আজ পর্যন্ত সেই ভাবনা মনে বয়ে বেড়ান অনেকেই। এবার নতুন করে পুরুষ শাসিত এই সমাজে নারী ক্ষমতায়নে ধ্বজা ওড়ালেন উষা জগদালে। ইলেকট্রিক পোলে তরতরিয়ে উঠে তিনি ফের একবার প্রমাণ করলেন নারী কোনো অংশে পুরুষের থেকে কম নয়।

উষা জগদালে কাজ করেন মহারাষ্ট্র বিডে। লকডাউনে গ্রাহকদের পরিষেবা অক্ষুণ্ণ রাখতেই খালি পায়ে তরতরিয়ে উঠে যান ইলেকট্রিক পোলে। বলা বাহুল্য শুধু মাত্র স্টান্ট প্রদর্শনের জন্য তিনি এই কাজ করেন নি৷ পোলের মাথায় ইলেকট্রিক পরিষেবায় যে সমস্যা হচ্ছিল সেটিও তিনি খুব তাড়াতাড়ি ঠিক করে দেন। যদিও এই পুরো কাজটি তিনি করেছেন কোনো রকম সুরক্ষা ব্যাবস্থার সাহায্য ছাড়াই, যা তার প্রাণ হানির কারন হতে পারত।

যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দ্বিধা বিভক্ত নেট পাড়া। এক দল লোক যেমন এই মহিলার সাহস ও কর্ম দক্ষতাকে কুর্ণিশ জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ।  তেমনই অপর দলটি এই কাজের তীব্র বিরোধিতা করেছেন। তাদের মতে এই ভাবে ২৩০ ভোল্টের ইলেকট্রিক নিয়ে কাজ করা বোকামি। পাশাপাশি,  জীবনের ঝুঁকি নিয়ে মই ছাড়া এভাবে পোলে ওঠাও উচিত হয়নি।

সব মিলিয়ে এই মুহুর্তে নেট পাড়ায় জোর চর্চায় উষা জগদালে। অল ইন্ডিয়া নিউজ  এর বেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ২ লাখের কাছাকাছি মানুষ।  আপনিও দেখে নিন এই ভাইরাল ভিডিও

সম্পর্কিত খবর