কংক্রিট ফুটো করে ফেলল কাঠঠোকরা! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। ভাইরাল হওয়া অনেক ভিডিওতেই পশুপাখিকে এমন কাজকর্ম করতে দেখা যায়, যা দেখে অবাক হয়ে যায় নেটদুনিয়া। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক কাঠঠোকরাকে দেখা যাচ্ছে কংক্রিটে গর্ত খুঁড়তে।

PicsArt 08 25 12.01.09

কাঠঠোকরা পাখি চিরকালই তার শক্ত চঞ্চুর জন্য বিখ্যাত। এই পাখি গাছের প্রাকৃতিক কোটরে বাসা না বেঁধে নিজের চঞ্চু দিয়ে উঁচু গাছের শক্ত কান্ডে গর্ত খুঁড়ে সেখানেই বসবাস করে। শাল, সেগুনের মত শক্ত গাছেও কাঠঠোকরাকে দেখা যায় বাসা বানাতে। কিন্তু তাই বলে কংক্রিট?

কংক্রিট পৃথিবীর অন্যতম শক্ত পদার্থের মধ্যে গন্য করা হয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক কাঠঠোকরা নিজের চঞ্চুর সাহায্যে সেই কংক্রিটেই বাসা বানাতে উদ্যত। এবং সে বেশ খানিকটা গর্ত করেও ফেলেছে ইতিমধ্যেই।

ভারতীয় বন আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিও দেখে এই বন আধিকারিক এতটাই আশ্চর্য হয়ে গিয়েছেন যে ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি কখনো ভাবতেই পারেন নি কাঠঠোকরা পাখির চঞ্চু এতখানি শক্ত হতে পারে যা কংক্রিটের দেওয়ালে ফুটো করতে পারে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। কয়েকঘন্টার মধ্যেই ২৩ হাজার নেট জনতা দেখে ফেলেছে এই ভিডিওটি। তারা প্রত্যেকেই হতবাক। কমেন্ট বক্সে উপচে পড়া মন্তব্যগুলিতেও তারই প্রতিফলন। একজন নেটিজেন লিখেছেন, এটিও হয়তো নগর সভ্যতার বাসিন্দা হতে চায়। তাই পায়রার মতো শহরকে আপন করে নিচ্ছে।

 

সম্পর্কিত খবর