বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হিটম্যানের, স্ত্রী ঋতিকা এবং বিরাটের সেলিব্রেশন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ ওভাল টেস্টের তৃতীয় দিনে ফের একবার খেলায় ফিরে এসেছে ভারত। শনিবার ৩ উইকেটের বিনিময়ে ২৭০ রানে দিন শেষ করেছে তারা। তবে এই বড় স্কোর অবধি পৌঁছাতে একদিকে যেমন কে এল রাহুলের ৪৬ এবং চেতেশ্বর পূজারার ৬১ রানের গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে, তেমনি সবচেয়ে বড় যোগদান হিটম্যান রোহিত শর্মার। বিদেশের মাটিতে এই প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন হিটম্যান।

স্বাভাবিকভাবেই তার এই দুরন্ত শতরানে খুশি সকলে। একসময় টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রায় ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু ওপেনার হিসেবে দলে কামব্যাক করার একের পর এক সফলতার শিখর ছুঁয়ে চলেছেন রোহিত। ইতিমধ্যেই ওপেনার হিসেবে পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছেন হিটম্যান। শুধু তাই নয়, ওভালেও তিনি ছিলেন বিধ্বংসী মেজাজে।

একদিকে যেমন তিনি যোগ্য সম্মান দিয়েছেন ইংরেজ বোলারদের, তেমনি আবার খারাপ বলকে বাউন্ডারিতে পাঠাতেও কোন ভুল করেননি তিনি। কার্যত শনিবার সকালটা কাটানো ছিল এক ধৈর্যের পরীক্ষা। সেই পরীক্ষায় সুন্দরভাবে পাশ করার পর নিজের আসল রূপ দেখাতে শুরু করেন তিনি। সিরিজে এর আগেও কয়েকটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে কিন্তু শতক আসেনি, ওভালে তৃতীয় দিনে এবার সেই শতকের খরা কাটালেন হিটম্যান।

একেবারে নিজস্ব মেজাজে মঈন আলিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে এই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার এই শতরান দলের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত স্ত্রী ঋতিকার সেলিব্রেশন দেখলেই। রোহিত সেঞ্চুরিতে পৌঁছানোর পরেই উঠে দাঁড়িয়ে থাকে অভিবাদন জানান ঋতিকা। অন্যদিকে বিরাটও লাফিয়ে ওঠেন ড্রেসিংরুমে, বেশ কিছুক্ষণ তালি বাজিয়ে রোহিতকে শুভেচ্ছা জানান তিনি। শেষ পর্যন্ত ২৫৬ বলে ১৪ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ১২৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান। আপাতত ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের তুলনায় ভারত এগিয়ে রয়েছে ১৭১ রানে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর