নেই ধাওয়ান ও ঋতুরাজ, তবে কি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওপেনিংয়ে বিরাট-রোহিত জুটি?

বাংলার হান্ট নিউজ ডেস্ক: বুধবার ভারতীয় ক্রিকেট দলে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চার খেলোয়াড়- শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার এবং নভদীপ সাইনি-র আক্রান্ত হওয়ার খবর এসেছে। তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার সময় তিনজন সাপোর্ট স্টাফ এই খেলোয়াড়দের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট এসেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগের তাই মায়াঙ্ক আগরওয়ালকে বুধবার রাতে আসন্ন সিরিজের জন্য ভারতের ওয়ান ডে দলে যোগ করা হয়।

India vs West Indies,ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ,Virat Kohli,বিরাট কোহলি,Rohit Sharma,রোহিত শর্মা,Covid-19,করোনা ভাইরাস

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজের জন্য ৩১ জানুয়ারী আহমেদাবাদে জড়ো হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসার পরে শিবিরে যোগ দেওয়ার আগে তিন দিনের কোয়ারেন্টাইনের মধ্য ছিলেন তারা। ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে ভারতের ১০০০তম ওডিআই ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

বিসিসিআইয়ের তরফ থেকে প্রকাশিত প্রেস রিলিজ বলা হয়েছে ” দলের সদস্যদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩১ শে জানুয়ারী ২০২২ তারিখে আহমেদাবাদে রিপোর্ট করতে বলা হয়েছিল। প্রতিটি সদস্যকে আহমেদাবাদে যাত্রা শুরু করার আগে বাড়িতে একটি আরটি-পিসিআর পরীক্ষা করতে বলা হয়েছিল এবং নেতিবাচক পরীক্ষার পরেই ভ্রমণ করা হয়েছিল।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের শুরুর ম্যাচে থাকবেন না লোকেশ রাহুল। এদিকে দলের বাইরে ধাওয়ান এবং কোহলি। ফলে আশঙ্কা করা হচ্ছে রোহিতের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। যদি তা হয় তাহলে প্রাক্তন এবং বর্তমান অধিনায়ককে জুটি বেঁধে ওপেন করতে দেখতে মুখিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর