ফের ব্যর্থ ধোনি, ৯০ রানের মারকাটারী ইনিংস খেলে চেন্নাইকে গুঁড়িয়ে দিলেন বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলে (IPL) ছিল ডাবল ধামাকা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর (KKR) এবং পাঞ্জাব (KXIP)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। এই ম্যাচে ধোনির দলকে টেক্কা দিল বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই ওপেনার অ্যারন ফিঞ্চকে হারিয়ে চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। তার কয়েক বল পরেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এবি ডিভিলিয়ার্স। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এবং শেষের দিকে মারকাটারি ইনিংস খেলে দ্রুত গতিতে দলের রান বাড়িয়ে দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির 52 বলে 90 রানের দুরন্ত ইনিংসের সুবাদে নির্ধারিত কুড়ি ওভার শেষে 169 রান তোলে রয়েলস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

images 82 2

জবাবে ব্যাট করতে নেমে 132 রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। এইদিন ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাত্র 10 রান করেই যুজবেন্দ্র চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল মাহিকে। 90 রানের মারকাটারি ইনিংস খেলে একা হাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর