শ্রীলঙ্কার বিরুদ্ধে ০ রানে আউট হয়ে এই লজ্জাজনক রেকর্ড করলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি চলতি এশিয়া কাপে ভালো ফর্মে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই তিনি ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। হংকংয়ের বিরুদ্ধেও তিনি একটি অর্ধশতরান করেছিলেন। ভারতীয় দলের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি চলতি এশিয়া কাপে। কিন্তু কোহলির এই ফর্মে থাকা সত্ত্বেও কোনও লাভ হলো না ভারতীয় দলের। তাদের এশিয়া কাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

ভারতীয় দল গত রবিবার পাকিস্তানের কাছে হারের মুখ দেখেছিল। কিন্তু তার মধ্যেও ভারতীয় দলের হয়ে ৬০ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বিরাট, যার জন্যে ম্যাচ শেষ ওভার অবধি নিয়ে যেতে পেরেছিল ভারতীয় বোলাররা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ছন্দে থাকা বিরাট কোহলির প্রতি অনেক প্রত্যাশা রাখলেও শেষমেশ হতাশ হতে হয়েছিল ভারতীয় সমর্থকদের। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার মধুশঙ্কার বলে আড়াআড়িভাবে ব্যাট চালাতে গিয়ে আউট হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

সবচেয়ে দুঃখের ব্যাপার হলো গত দুই ম্যাচে অর্ধশতরান করা বিরাট কাল রানের খাতাই খুলতে পারেননি। এটি টি-টোয়েন্টি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের প্রথম শূন্যতে আউট হওয়ার অভিজ্ঞতা ছিল। সেইসঙ্গে একটি অত্যন্ত লজ্জাজনক রেকর্ড করে ফেলেছেন বিরাট, যা তিনি নিজে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন।

virat kohli sad

ভারতের হয়ে ক্রিকেট খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বার শূন্যতে আউট হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিরাট কোহলি। ভারতের হয়ে সব ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন সচিন টেন্ডুলকার। উনি মোট ৩৪ বার ০ রানে আউট হয়েছেন। কালকে বিরাট কোহলি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৩৪ তম ডাকটি করেছেন। তারপরে এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওবাগ (৩১)।

এখনো ভারতীয় দলের আফগানিস্তানের বিরুদ্ধে খেলা বাকি রয়েছে। তবে আজকের আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তাহলে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ অর্থহীন হয়ে পড়বে। আর যদি আফগানিস্তান আজকের ম্যাচে জয় পায় তাহলে ভারতের ফাইনালে পৌঁছনোর ক্ষীণ আশা এখনও টিকে থাকবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর