সচিন-ধোনিকে টপকে গিয়ে “বিরাট” নজির কোহলির, দিলেন সর্বোচ্চ ট্যাক্স, পরিমাণ জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলে তৈরি হয় নিত্য নতুন রেকর্ড। শুধু তাই নয়, উপার্জনের দিক থেকেও তিনি সবাইকে দিয়েছেন টেক্কা। ক্রিকেট ছাড়াও বিরাট কোহলি বিভিন্ন উৎস থেকে প্রচুর আয় করছেন। মূলত, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের পাশাপাশি তিনি বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগও করেছেন। যার ফলে তাঁকে ভারত সরকারকে ট্যাক্স হিসেবে বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে হয়। সম্প্রতি, ফরচুন ইন্ডিয়া একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ কর প্রদানকারী ক্রীড়া ব্যক্তিত্বদের একটি তালিকা সামনে এসেছে। আর সেখানেই “বিরাট” নজির গড়েছেন কোহলি (Virat Kohli)। কারণ এই তালিকায়, তিনি রয়েছেন একদম শীর্ষে।

বিরাট (Virat Kohli) দিলেন সর্বোচ্চ ট্যাক্স:

আয়ের দিক থেকে বিরাট কোহলি চ্যাম্পিয়ন: জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেট দলের এই ব্যাটার শুধু মাঠেই চ্যাম্পিয়ন নন, বরং উপার্জনের দিক থেকেও তিনি শীর্ষে রয়েছেন। BCCI এবং IPL থেকে প্রাপ্ত বেতন ছাড়াও বিরাট কোহলি (Virat Kohli) বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা আয় করেন। এই কারণেই তাঁর মোট সম্পদের পরিমাণ ১,০৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে, প্রতিবছর বিপুল আয়ের কারণে বিরাট কোহলি এখন ট্যাক্স প্রদানের ক্ষেত্রেও সবাইকে পেছনে ফেলেছেন। ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি এবার ৬৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। আর এইভাবে বিরাট কোহলি সর্বোচ্চ কর প্রদানকারী স্পোর্টস পার্সন হিসেবে বিবেচিত হয়েছেন।

   

Virat Kohli paid the highest tax.

চমকে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি: এদিকে, সর্বোচ্চ ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও খুব একটা পিছিয়ে নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তাঁর আয় বাড়ছে রকেটের গতিতে। ক্রিকেট মাঠে ধোনির অধিনায়কত্বের দাপট গোটা বিশ্ব দেখেছে। কিন্তু কিংবদন্তি ক্রিকেটার হওয়া ছাড়াও তিনি একজন ভালো ব্যবসায়ীও হয়ে উঠেছেন। এই কারণেই আজ তাঁর মোট সম্পদের পরিমাণ ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। শুধু তাই নয়, এই বছর ধোনি মোট ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন এবং স্পোর্টস পার্সন হিসেবে এই তালিকায় তিনি বিরাট কোহলির (Virat Kohli) পরে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: এবার পাকিস্তানের অভাব মেটাবে সোনার খনি? এই দেশের কাছ থেকে মিলল বড় প্রস্তাব

সচিন তেন্ডুলকার ট্যাক্স দিয়েছেন ২৮ কোটি টাকা: ভারতীয় ক্রিকেট দলের মহান ব্যাটার সচিন তেন্ডুলকার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এই তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও সচিন বিভিন্ন ব্যবসায় প্রচুর বিনিয়োগ করেছেন। রিপোর্ট অনুযায়ী, সচিন তেন্ডুলকার এই বছর কর দিয়েছেন ২৮ কোটি টাকা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ! রোহিত বাহিনীর বাড়ল চিন্তা

চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়: জানিয়ে রাখি যে, এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের আয় মূলত তাঁর ব্যবসার পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং IPL থেকে আসে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় এই বছর ট্যাক্স হিসেবে ২৩ কোটি টাকা প্রদান করেছেন। এমতাবস্থায়, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৬০০ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর