জাতীয় দলের অধিনায়ক হয়েও পেলেন না ছাড়, BCCI এর কড়া শাস্তির মুখে বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে শুরু থেকে দারুন ছন্দে রয়েছে বিরাট কোহলির রয়েলস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলে প্রথম চারটি ম্যাচেই জয় পেয়েছিল আরসিবি। তবে পঞ্চম ম্যাচে এসে ধোনির চেন্নাইয়ের কাছে ধাক্কা খেল বিরাটের আরসিবি। পঞ্চম ম্যাচে এসে এবার আইপিএলে প্রথম হারের মুখ দেখলো বিরাট বাহিনী।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই অধিনায়ক এম এস ধোনি। প্রথমে ব্যাটিং করে জাদেজার ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 191 রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে 122 রানেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালুরুর ইনিংস। 69 রানে হারতে হয় আরসিবিকে।

images 14 16

মরশুমের প্রথম হারের সঙ্গে সঙ্গে আরও একটি খারাপ খবর আরসিবির জন্য বলা ভালো আরসিবি অধিনায়ক বিরাট কোহলির জন্য। এই ম্যাচে স্লো ওভার রেটের কারনে বিরাট কোহলিকে 12 লক্ষ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এই নিয়ে চতুর্থ অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারনে আইপিএলে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হল বিরাট কোহলিকে। কোহলির আগে চেন্নাই অধিনায়ক ধোনি, মুম্বাই অধিনায়ক রোহিত এবং কলকাতা অধিনায়ক মর্গ্যানকে স্লো ওভার রেটের কারনে 12 লক্ষ টাকা করে জরিমানা দিতে হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর