জামাইকার বিদ্রুপের জবাব হায়দ্রাবাদে দিলেন বিরাট কোহলি। বললেন ওকে নোটবুকে বন্দি করে রাখলাম।

কয়েক মাস আগে ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল সেই সময় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন একটি ম্যাচে বিরাট কোহলিকে আউট করেছিলেন কেসরিক উইলিয়ামস এবং আউট করার পর বিরাট কোহলি কে কিছুটা হলেও অপমানের ছলে বিদ্রুপ করেছিলেন উইলিয়ামস। তিনি বিরাট কোহলিকে আউট করার পর ভঙ্গিমার ছলে বুঝিয়ে দিয়েছিলেন যে বিরাটের উইকেট এখন তার পকেটে। গতকাল হায়দ্রাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি উইলিয়ামাসের বলে ছয় মেরে সেই অপমান ফিরিয়ে দিলেন উইলিয়ামসকে।

   

তার বলে পরপর ছয় মেরে বিরাট কোহলি কাগজে সই করার ভঙ্গিতে উইলিয়ামসকে বুঝিয়ে দিয়েছিলেন যে উইলিয়ামসের ডেলিভারি এখন বিরাট কোহলির পকেটে। এর আগেও একাধিকবার এই ধরনের সেলিব্রেশন করে সমস্যায় পড়েছেন উইলিয়ামস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি একবার এক ব্যাটসম্যান কে এই ধরনের ভঙ্গিমায় বিদ্রুপ করে সমস্যায় পড়েছিলেন। আর তার পরের ওভারে সেই ব্যাটসম্যান একাধিক বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে সেই বিদ্রুপ ফিরিয়ে দিয়েছিলেন উইলিয়ামসকে। এবার বিরাট কোহলিও একই কাজ করলেন।

মাত্র 50 বলে 94 রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় তুমি কি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নজর রাখো? না হলে এহেন সেলিব্রেশনের কথা তুমি জানলে কি করে। এই প্রশ্নের উত্তর বিরাট কোহলি বলেন যে খুব একটা নজর রাখা হয়না ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে এর আগে যখন আমরা ক্যারিবিয়ান সফরে গিয়েছিলাম তখন আমাকে আউট করার পর এই সেলিব্রেশন করেছিল উইলিয়ামস, তাই আমিও ভাবলাম ছয় মারার পর ওকে নোটবুকে বন্দি করে রাখি। যদিও ম্যাচ শেষে একে অপরের সাথে হাত মিলিয়ে স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর