সুশান্ত সিং রাজপুতের মত অবস্থা হয়েছিল কোহলির, নিজের মুখেই জানালেন বিষাদময় সন্ধিক্ষণের কথা

বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি যাকে সবসময় হাসিখুশি মেজাজেই দেখা যায়। যিনি ক্রিকেট মাঠে ব্যাট হাতে শাসন করেন বিশ্বের তাবড় তাবড় বোলারদের। সেই কোহলির জীবনেও নেমে এসেছিল অন্ধকার। আচমকায় কোহলি তুলে ধরলেন তার জীবনের অন্ধকারময় দিনের কথা।

বিশিষ্ট ক্রিকেট লেখক ও ধারাভাষ্যকর মার্ক নিকোলাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, “সেই সময় মনে হত আমার জীবনে কেউ নেই। গোটা দুনিয়ায় নিজেকে খুবই একা মনে হত। মনের ভিতর একটা কষ্ট হত যেটা কাউকেই বলতে পারতাম না।”

virat kohli slips to third spot in icc odi batsmens rankings

কোহলি জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারের জীবনে এমন সময় আসে যখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আমার জীবনেও এমন সময় এসেছিল। 2014 সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই টেস্ট সিরিজে একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ টেস্ট এর দশটি ইনিংসে একটিও অর্ধশতরান আসেনি বিরাটের ব্যাটে। দশটি ইনিংসে বিরাটের গড় ছিল মাত্র 13.50। আর এইভাবে লাগাতার ব্যাটিং ব্যর্থতার জেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বিরাট কোহলি। কোহলি জানিয়েছেন, সেই সময় কি করব খুঁজে পাচ্ছিলাম না। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মনে হত আজ আমি রান করতে পারবো না, সেটা আমার পক্ষে দারুন কষ্ট ছিল। তারপর আমি নিজের কাউন্সেলিং করায় এবং ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর