মোদীর সমর্থনে ব্যাট ধরলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্ব করোনার (Corona Virus) প্রকোপে। এখনো পর্যন্ত গোটা বিশ্ব ১০ হাজারের উপরে মানুষ মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এছাড়াও ১ লক্ষের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। হাজার হাজার মানুষ আবার এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  চীন, ইরান, ইতালিতে এই ভাইরাস সবথেকে বেশি মানুষের প্রাণ কেড়েছে। ভারতেও হানা দিয়েছে মারক করোনা ভাইরাস। এখনো পর্যন্ত গোটা ভারতে ১৯৫ জনের মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের প্রকোপে ভারতে মারা গেছে ৩ জন ব্যাক্তি।

   

গতকাল এই ভাইরাস সম্বন্ধ্যে সচেতনতা ছড়ানোর জন্য রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তে ৬০ বছরের উপরের মানুষদের আপতত কয়েকটা সপ্তাহ বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেন। উনি বলেন, নিজের এবং দেশের সুরক্ষায় জন্য অন্তত এইকটা দিন যেন তাঁরা এই নিয়ম পালন করেন। এছাড়াও তিনি আগামী ২২ মার্চ রবিবার গোটা দেশবাসীকে ‘জনতা কারফিউ” (Janata Curfew) পালন করার পরামর্শ দেন। উনি বলেন, রবিবার সকাল পাঁচটা থেকে খুব প্রয়োজন না থাকলে কেউ যেন রাস্তায় না বের হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আবেদনের পর কংগ্রেস, এনসিপি এর মতো রাজনৈতিক দল গুলো ওনার সমর্থন করেন। কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন বলেন, এই মহামারীর সাথে যুদ্ধে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে আছি। ওনার এই আবেদন দেশের জন্য, দশের জন্য। আমরাও ওনার এই আবেদনে সাড়া দিয়ে ওই দিন জনতা কারফিউ পালন করব।

আরেকদিকে ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়কও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে আগামী রবিবার দেশের মানুষকে জনতা কারফিউ পালন করার পরামর্শ দেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর