ধোনির দ্বারা প্রভাবিত হয়ে ওয়াইডের সিদ্ধান্ত বদল আম্পায়ারের, এবার মুখ খুললেন বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে ম্যাচ জেতার জন্য আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচের পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র এই নিয়েই তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এই সকল বিতর্ক যাতে ভবিষ্যতে আর না ওঠে এবং এই বিতর্ক যাতে এখানেই থেমে যায় তার জন্য দিলেন এক নতুন নিয়ম আনার পরামর্শ।

চলতি আইপিএলে বারবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য সমালোচনা হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আইপিএলে কোন বোলার নো-বল করেছে কিনা সেটা দেখার জন্য সাহায্য নেওয়া হয় টিভি আম্পায়ারের। কিন্তু হোয়াইট কিংবা কোমরের উপরের নো-বলের ক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই মানত্য দেওয়া হয় আর তার জেরে যাবতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই নিয়মের পরিবর্তন আনার দাবি জানালেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

এইদিন কে এল রাহুলের সাথে এক কথোপকথনের মধ্যে বিরাট কোহলি বলে ওঠেন, “ওয়াইট বল এবং কোমরের ওপর ফুলটসের জন্য আম্পায়ারের নো-বল সিদ্ধান্ত গুলি যাতে রিভিউ করতে পারি। কারণ অনেক সময় আম্পায়ারের এই সিদ্ধান্ত গুলির জন্য ম্যাচ হারতে হয়। যদি কখনো 1 রানে কোন দল জয়ী হয় সেক্ষেত্রে আম্পায়ারের এই সিদ্ধান্তগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আমি চাইবো আম্পায়ারের এই সকল সিদ্ধান্ত গুলির সাপেক্ষে যাতে রিভিউ করার সুযোগ পায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর