প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিলেন সচিন, বিরাট, রাহানেরা

বাংলা হান্ট ডেস্কঃ আজ ভারতের 72 তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে চলছে প্রজাতন্ত্র দিবস পালন। দেশের বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে প্রজাতন্ত্র দিবস পালন। 72 তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে কোহলি লিখেছেন, “বর্তমানের কাজের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ। দেশের শক্তি হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় হোক আমাদের প্রধান লক্ষ্য। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।”

https://twitter.com/ajinkyarahane88/status/1353907238910320640?s=20

72 তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকারও। টুইট করে তিনি লিখেছেন, “আমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেশ যে কালজয়ী নীতি গুলি স্থির করে সেগুলি আমাদের পথনির্দেশক হয়ে উঠুক।” এছাড়াও প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অজিঙ্কা রাহানে, বীরেন্দ্র সহবাগও।

করোনা সতর্কতার জন্য কড়া নিয়মবিধি মেনেই এবার রাজপথে পালন করা হল প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে অন্য বারের মত এবার কোন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন না প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। কলকাতার রেডরোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিততে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। তবে এবার সব জায়গায় অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর