প্রকৃতিকে ভালোবেসে ৩৫ টি পুকুর, ২ টি কুণ্ড পরিষ্কার করে ছত্রিশগড়ের বীরেন্দ্র হলেন ওয়াটার স্টার

বাংলাহান্ট ডেস্কঃ জলের (Wather) আর এক নাম জীবন। জল ছাড়া সমস্ত প্রাণীকুল যেমন অচল, তেমনই গাছ মানুষের প্রকৃতি (Nature) বন্ধু। প্রকৃতির অপার রূপ না থাকলে মানুষ কিন্তু বিন্দুমাত্র জীবিত থাকতে পারত না। এই প্রকৃতির উপরই মানুষ করে চলেছে নানারকম অত্যাচার। তবে সর্বোপরি পরিবেশ বান্ধব হলে, তবেই সমাজের মঙ্গল।

প্রকৃতিতে জলের যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন কিন্তু স্নিগ্ধ সবুজ গাছেরও। ছত্রিশগড়ের (Chhattisgarh) বালোদ জেলার দালিলিঝড়া গ্রামে সাধারণ কৃষক পরিবারের সন্তান বীরেন্দ্র সিং (Virendra Singh) খুব অল্প বয়সেই এই কথার সার মর্ম বুঝে গিয়েছিলেন। ছোট থেকেই তিনি গাছপালা ভালোদাসতেন। তাঁদের বাড়িতেও প্রচুর পরিমাণে গাছপালা ছিল। অর্থনীতিতে এম. কম., এম. এ. পাশ করে ২০০০থেকে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে শুরু করেন।

 

দল গঠন করে গাছ লাগাতেন বীরেন্দ্র
স্কুলে পড়ানোর পাশাপাশি তিনি ২৫ জন স্কুলের ছাত্রদের নিয়ে পরিবেশ বান্ধবের একটি দলও গঠন করে, গাছ লাগানোর কাজ শুরু করে দেন। প্রায় ১৭ বছর পূর্বে ২৫০ টি নতুন চাড়া লাগিয়ে আজও সেই গাছগুলোর জন্মদিন পালন করেন তিনি। সেই সঙ্গে সেইসব গাছগুলোর যত্ন নেওয়া, পরিচর্যা করা সবই করেন তিনি। বর্তমানে আশেপাশের অঞ্চলে হাজারোধিক গাছ লাগিয়েছেন তিনি।

প্রকৃতি প্রেমে মশগুল বীরেন্দ্র
বীরেন্দ্র সিং জানিয়েছেন, তাঁর এই প্রকৃতি প্রেম দেখে অনেকেই তাঁকে ব্যঙ্গ বিদ্রূপ করলেও, কোন কিছুতেই তিনি কর্ণপাত করেননি। প্রকৃতি অর্থাৎ গাছ এবং জলের সংরক্ষণে তিনি সর্বদা নিয়োজিত ছিলেন। তাঁর কথায়, ‘প্রকৃতি বাঁচানোর চেয়ে মানুষের চিন্তা ভাবনার বদল ঘটানো অনেক কঠিন। মানুষ যেদিন প্রকৃতির অস্তিত্ব বুঝতে পারবে, সেদিন সকলের কষ্টই দূর হয়ে যাবে’।

মানুষকে পৌঁছে দিতেন সতেতন বার্তা
শুধুমাত্র নিজের অঞ্চলেই নয়, ২০০৭ সালে তিনি ১০ জনকে সঙ্গে নিয়ে দুর্গ জেলা থেকে নেপাল অবধি যাত্রা করে, মানুষের মধ্যে প্রকৃতি প্রেমের সঞ্চার ঘটিয়েছেন। এছাড়াও, ২০০৮ সালে ১১ জনকে সঙ্গে নিয়েই গোটা ছত্রিশগড়ে পরিবেশ সুরক্ষার বার্তা দিয়েছিলেন। পাশপাশি তিনি, ১৫০০০ স্কুল ছাত্রকে নিয়ে রাজারা থেকে কুসুমকাস পর্যন্ত ৭ কিমি রাস্তা মানববন্ধন তৈরি করে মানুষকে সচেতন করেছেন।

নিজের বেতনের একটা অংশ তিনি এই পরিবেশ সুরক্ষার কাজে লাগাতেন। ছুটির দিনে মানুষের মধ্যে সতেচন বার্তা পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়তেন। কখনও মুখেই প্রচার করতেন, আবার কখনও সমস্ত গায়ে পেইন্টিং করে সবটা ফুটিয়ে তুলতেন। মানুষকে পরিবেশ সম্বন্ধে সতেচন করাই ছিল তাঁর আসল কাজ।

যোগ দিয়েছিলেন জল সংরক্ষণেও
গাছপালা লাগানোর পাশাপাশি তিনি জল সংরক্ষণের কাজেও অংশ নিয়েছিলেন। জলাশয় ও কূপ সংরক্ষণ করে ভূজলের স্তর বৃদ্ধির বিষয়েও মানুষকে সচেতন করতেন। এখনও অবধি তিনি ৩৫ টি পুকুর, ২ টি কুন্ড, তান্ডলা নদী এবং অনেক জলাশয়ও পরিষ্কার করেছেন।

পরিবেশ বান্ধব এই বীরেন্দ্র তাঁর কাজের মাধ্যমে বহুবিধ সম্মানে সম্মানিতও হয়েছেন। তরুণ ভূষণ, ছত্তিসগড় জল-স্টার পুরস্কার, এমনকি জলবিদ্যুৎ মন্ত্রকও তাদের কাজের প্রশংসা করেছে। ‘গ্রিন কমান্ডো’ এবং ‘ওয়াটার স্টার’ নামে বিখ্যাত, বীরেন্দ্র সিং প্রতি বছর রাখি উপলক্ষে গ্রামের সকলের জন্য রাখি বানিয়ে তাঁদের একত্রে থাকার বার্তা দেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর