অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জিতলেই মিলবে ফ্রি ভিসা! হয়ে গেল বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সমগ্র বিশ্বের ক্রীড়া অনুরাগীদের চোখ রয়েছে প্যারিস অলিম্পিকের দিকে। যেখানে সমগ্র বিশ্বজুড়ে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার খেলোয়াড়। এদিকে, ভারত প্যারিস অলিম্পিকে এখনও পর্যন্ত তিনটি পদক জিতেছে। তিনটি পদকই শ্যুটিং থেকে এসেছে। যার মধ্যে মনু ভাকের একাই জিতেছেন দু’টি পদক। এদিকে, ভারতের তারকা খেলোয়াড় এবং টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) দিকে এবারে বিশেষ নজর রয়েছে প্রত্যেকের। শুধু তাই নয়, তিনি স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেও বিবেচিত হচ্ছেন। এবারও তাঁর কাছে সারা দেশের প্রত্যাশা রয়েছে। এদিকে, ভারতীয় বংশোদ্ভূত একজন CEO নীরজ চোপড়ার সোনা জয়ের প্রত্যাশায় বিরাট ঘোষণা করেছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অলিম্পিকে নীরজ চোপড়া (Neeraj Chopra) সোনা জিতলেই মিলবে ফ্রি ভিসা:

মিলবে ফ্রি ভিসা: জানিয়ে রাখি যে,আমেরিকার সান ফ্রান্সিসকোতে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম কোম্পানি অ্যাটলাসের প্রতিষ্ঠাতা এবং সিইও মোহাক নাহাতা নীরজ চোপড়ার (Neeraj Chopra) সোনা জয়ের আশায় একটি বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন। তিনি জানান যে, নীরজ চোপড়া প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতলে তাঁর সংস্থা সবাইকে বিনামূল্যে ভিসা দেবে। লিঙ্কডইনে এই পোস্টটি শেয়ার করেছেন তিনি।

   

Visa will be free if Neeraj Chopra wins gold in Olympics.

কারা পাবেন এই সুবিধা: ওই পোস্টে এই বিশেষ অফারের শর্তও জানানো হয়েছে। তিনি বলেন, এর জন্য কোনও চার্জ লাগবে না এবং গ্রাহকরা যেকোনও একটি দেশের জন্য ফ্রি ভিসা বেছে নিতে পারবেন। মোহাক বলেন, “৩০ জুলাই ফ্রি ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর জন্য একটাই শর্ত যে নীরজ চোপড়াকে (Neeraj Chopra) স্বর্ণপদক জিততে হবে। এরপরে সবাই ক্রমাগত এই সম্পর্কে আরও তথ্য জানতে চাইছিলেন।” এমন পরিস্থিতিতে তিনি জানান, নীরজ স্বর্ণপদক জিতলে গ্রাহকদের কোনও ধরনের ভিসা ফি দিতে হবে না।

আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জনের চেয়েও বেশি! মুকেশ-নীতার ফোনের দাম জানলে আঁতকে উঠবেন

অফারটি পেতে কি করতে হবে: মোহাক বলেছেন যে এই অফারটি পেতে, গ্রাহকদের তাঁদের ইমেল অ্যাড্রেস কমেন্টে শেয়ার করতে হবে। কোম্পানি ইমেলের মাধ্যমে বিনামূল্যে ভিসা ক্রেডিটের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করবে। নীরজের (Neeraj Chopra) বিষয়ে কোম্পানির এই অফারের কারণে সবার মধ্যে উৎসাহ বেড়েছে এবং এই পোস্টটি ক্রমশ ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন: গ্রাহকদের খুলল কপাল! মোবাইল পরিষেবা ব্যাহত হলেই এবার মিলবে ক্ষতিপূরণ, নতুন নিয়ম TRAI-এর

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জ্যাভলিন থ্রো-র কোয়ালিফিকেশন রাউন্ড গত ৬ অগাস্ট সম্পন্ন হতে চলেছে। এদিকে, ৮ অগাস্ট স্বর্ণপদকের জন্য লড়াই করবেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এবারে নীরজ যদি স্বর্ণপদক জেতেন তাহলে তিনি তৈরি করে ফেলবেন বিরাট নজির। কারণ, পরপর দু’টি অলিম্পিকে স্বর্ণপদক পাওয়ার নজির আর কোনও ভারতীয় খেলোয়াড়ের নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর