বাংলাহান্ট ডেস্ক : তাঁর ‘কাশ্মীর ফাইলস’ শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশের সিনেপ্রেমীদের মধ্যে। বাস্তব কাহিনির সঙ্গে সিনেম্যাটিক নাটকীয়তার মিশেলে ব্লকবাস্টার ছবি পর্দায় তুলে ধরেছিলেন তিনি। তাই তিনিই যখন ‘দিল্লি ফাইলস’ এর ঘোষণা করেন তখন স্বাভাবিক ভাবেই উত্তেজনা উঠেছিল তুঙ্গে। কিন্তু এবার হঠাৎ করেই বড় চমক দিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ঘোষণা করলেন, বদলে গিয়েছে তাঁর ছবির নাম। দিল্লি ফাইলস নয়, এবার ‘বেঙ্গল ফাইলস’ আনতে চলেছেন তিনি।
দিল্লি ফাইলসের বদলে বেঙ্গল ফাইলস আনছেন বিবেক (Vivek Agnihotri)
দুভাগে দিল্লি ফাইলস ছবিটি আনার কথা ঘোষণা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। প্রথম ভাগের নাম দিয়েছিলেন ‘দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। কিন্তু সম্প্রতি একটি ঘোষণা করে পরিচালক জানান, ‘দ্য দিল্লি ফাইলস এখন দ্য বেঙ্গল ফাইলস। টিজার আসছে আগামী বৃহস্পতিবার, ১২ ই জুন ২০২৫, দুপুর ১২ টায়। বিবেকের (Vivek Agnihotri) এই ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে শোরগোল।
বাংলার রাজনীতি নিয়ে সরব পরিচালক: জানা গিয়েছে, ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া হিংসার ঘটনাকে কেন্দ্র করেই দিল্লি ফাইলস তৈরি করছিলেন বিবেক। আবার এও শোনা যাচ্ছে, ২০২০ সালে দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়েই নাকি ছবিটি তৈরি করেছেন পরিচালক। তবে এই ছবির জন্যই বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়েছে বিবেককে (Vivek Agnihotri)। সেকথা নিজেই জানিয়েছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলেন, দিল্লি ফাইলস ছবিতে বাংলার হিংসার ইতিহাস তুলে ধরতে বিগত ছয় মাস ধরেই বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি।
কী উঠে আসবে ছবিতে: বিবেকের (Vivek Agnihotri) কথায়, বাংলা এমন এক রাজ্য যা দুবার বিভক্ত হয়েছে। স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ে একাধিক গণহত্যা হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে দ্বিজাতিতত্ত্ব নিয়েই বিবাদ ছিল। কিন্তু বাংলায় এর সঙ্গে যুক্ত হয়েছিল কমিউনিজম এবং নকশাল আদর্শ। বাংলার মতো ধর্মীয় এবং রাজনৈতিক হিংসার সাক্ষী অন্য কোনো রাজ্য হয়নি।
আরো পড়ুন : চড়ের বদলা, TMC কাউন্সিলরের চুলের মুঠি ধরে মাটিতে ফেলল তরুণী! ভিডিও শেয়ার করে কটাক্ষ সজল ঘোষের
বিবেকের (Vivek Agnihotri) বেঙ্গল ফাইলস ছবির ঘোষণার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শুধু কি বাম জমানার ইতিহাসই তুলে ধরবেন পরিচালক? নাকি এর সঙ্গে বর্তমান সরকারের ঘটনাবলীও যোগ হবে? উত্তর জানতে টিজারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এও জানা যাচ্ছে, এই ছবিতে নাকি বেশ কয়েকজন বাঙালি অভিনেতারাও থাকবেন। মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে ছবিতে।