আগামী ছবিতে ইতিহাস গড়তে চলেছেন বিবেক অগ্নিহোত্রী, হিন্দির পাশাপাশি বাংলাতেও তৈরি হচ্ছে সিনেমা

বাংলাহান্ট ডেস্ক: তাঁর শেষ ছবি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) শোরগোল ফেলে দিয়েছিল বলিউডে। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের উপরে হওয়া নৃশংস অত‍্যাচারের বাস্তব ঘটনা তুলে ধরেছিল তাঁর পরিচালিত ছবি। দ‍্য কাশ্মীর ফাইলস যতটা প্রচার পেয়েছিল ঠিক ততটাই বিতর্কও হয়েছিল ছবিটিকে ঘিরে, যার জল গড়িয়েছিল রাজনৈতিক মহল পর্যন্ত। কিন্তু বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ভয় পেয়ে পিছিয়ে আসেননি।

বরং দ‍্য কাশ্মীর ফাইলসের পর থেকে যেকোনো বিষয় নিয়েই নিজের মতামত প্রকাশ করতে সর্বাগ্রে এগিয়ে আসেন বিবেক। কিছুদিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন নতুন ছবিতে কাজ করছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ছবির পোস্টার প্রকাশ‍্যে আনলেন পরিচালক।

Vivek
ছবির নাম ‘দ‍্য ভ‍্যাকসিন ওয়ার’। নাম দেখেই বিষয়বস্তু সম্পর্কে আন্দাজ করা সহজ। বছর দুই আগে যে অতিমারি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে, তারপর ভ‍্যাকসিনের আবিষ্কারের ঘটনার উপরে ভিত্তি করেই তৈরি হতে চলেছে ছবি। করোনা ভ‍্যাকসিন তৈরি এবং টীকাকরণে ভারত যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, সম্ভবত সেটাও নিজের এই ছবির মাধ‍্যমেই তুলে ধরতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী।

https://www.instagram.com/p/CkxMOjfooUk/?igshid=YmMyMTA2M2Y=

সোশ‍্যাল মিডিয়ায় ছবিটির ঘোষনা করে মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। আগামী বছর স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে দ‍্য ভ‍্যাকসিন ওয়ার। মোট ১১ টি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। চলতি মাসেই দ‍্য ভ‍্যাকসিন ওয়ার এর শুটিং শুরু হবে বলে খবর। তিনি আরো বলেন, এই প্রথম কোনো ভারতীয় ছবি ১১ টি ভাষায় মুক্তি পাবে যার মধ‍্যে রয়েছে হিন্দি, ইংরেজি, বাংলা পঞ্জাবি, ভোজপুরি, কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, গুজরাটি এবং মরাঠি ভাষা।

https://www.instagram.com/p/CkxcjlSIJyW/?igshid=YmMyMTA2M2Y=

বিবেক অগ্নিহোত্রী বলেন, করোনার জন‍্য যখন দ‍্য কাশ্মীর ফাইলস ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল তখনি ICMR, NIV এর বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা নিয়ে গবেষণা করেছিলেন তিনি। পরিচালক বলেন, ওই গবেষণাতেই তাঁরা জানতে পেরেছিলেন কীভাবে বিদেশি শক্তি এবং দেশের মধ‍্যেকার কিছু মানুষের জন‍্যও শুরু হওয়া যুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছিলেন ওই বিজ্ঞানীরা।

সবথেকে তাড়াতাড়ি, সবথেকে নিরাপদ এবং সবথেকে কম দামের করোনা টীকা বানিয়েছিলেন ভারতের বিজ্ঞানীরাই। বিবেক অগ্নিহোত্রী বলেন, তাঁর মনে হয়েছিল এই কাহিনি সবার জানা উচিত। তাই এই ছবির পরিকল্পনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর