বাংলায় ‘মিনি কাশ্মীর’! কলকাতায় দাঁড়িয়ে ‘বেঙ্গল ফাইলস’ আনার ইঙ্গিত দিলেন বিবেক

বাংলাহান্ট ডেস্ক: তাঁর ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার ভয়াবহ ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরার সাহস দেখিয়েছিলেন তিনি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এবার কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তুললেন তিনি।

রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিবেক। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খের, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ড: স্বপন দাশগুপ্ত। এদিন কলকাতায় দাঁড়িয়েই বাংলার তুমুল সমালোচনা করলেন পরিচালক। তাঁর কথায়, রাজ্যে এখন দুর্নীতি, গোষ্ঠী হিংসা, সস্তা ডায়লগ আর চামচাগিরিতে ভরে গিয়েছে।

বিবেক অগ্নিহোত্রী,মমতা বন্দ্যোপাধ্যায়,কাশ্মীর,বাংলা,দ্য কাশ্মীর ফাইলস,vivek agnihotri,mamata banerjee,bengal,the kashmir files,kashmir,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

বিবেক বলেন, ‘আমাকে একবার আমার মা বলেছিলেন, যদি এমন মানুষদের দেখতে চাও যারা দেশ বদলাতে পারে, তাহলে বাংলায় যাও। কিন্তু আমার শুধু মনে আছে, বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম ছবির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কীভাবে শারীরিক হেনস্থা করা হয়েছিল আমাকে’। তাঁর টিমের লোকজনদেরও আটকানোর চেষ্টা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এরপরেই এক বিষ্ফোরক মন্তব্য করে বসেন পরিচালক। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলায় অনেক মিনি কাশ্মীর তৈরি হয়েছে এখন। বাংলা কাশ্মীরে পরিণত হওয়ার আগে বাংলার কাহিনি আমি জনতার সামনে আনতে চাই। বাংলার রাজনীতির অধঃপতন দেখানোর জন্য একটি ছবি বানাতে চাই আমি’। সেই সঙ্গে তিনি আরো বলেন, স্বাধীনভাবে ঘোরাফেরাও করা যায় না এখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা রুখতে ব্যর্থ।

বিবেকের এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। তবে স্পষ্ট কথা বলার জন্য কখনোই পিছিয়ে যেতে দেখা যায়নি ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালককে। রাজনৈতিক ইস্যু নিয়েও তাঁর মন্তব্য একাধিক বার বিতর্ক তৈরি করেছে। কিন্তু কখনোই বিশেষ হেলদোল দেখা যায়নি বিবেকের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর