করোনার জের, শুটিং বন্ধ হল ভুলভুলাইয়া টু-এর

বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের (Corornavirus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল।জানুয়ারিতে কেরালায় করোনাভাইরাস ভারতে প্রবেশ করেছিল এবং একমাসেরও বেশি পরে, লক্ষ লক্ষ ভারতীয়ের তদন্তের আওতায় করোনা ভাইরাসের প্রায় ১০০র কাছাকাছি নিশ্চিত ঘটনা দেখা গেছে।

করোনার আতঙ্ক গ্রাস করেছে বিনোদন জগতকেও। একাধিক তারকাকে দেখা গিয়েছে মাস্ক পরে ঘুরতে। অনুরাগীদের বারংবার সতর্কও করেছেন তাঁরা। দিয়েছেন সুস্থ ও সতর্ক থাকার পরামর্শ। এর পাশাপাশি করোনা আতঙ্কের জেরে পিছিয়ে দেওয়া হচ্ছে ছবি মুক্তির তারিখ। আগামী ৩১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের তিন রাজ্যের প্রেক্ষাগৃহ। সম্ভাব্য বিপদ এড়াতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন রাজ্যের সরকার।

জম্মু কাশ্মীর, দিল্লি ও কেরলের প্রেক্ষাগৃহগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক ছবির শুটিংও। তার মধ্যে একটি হল ভুলভুলাইয়া টু। লখনউতে হচ্ছিল এই ছবির শুটিং। কিন্তু হঠাৎ করেই শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় ফিরিয়ে আনা হল কিয়ারা আডবানী ও কার্তিক আরিয়ানকে।

বৃহস্পতিবার শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই ফিরিয়ে আনা হয় ছবির পুরো দলকে। শুধু ছবি নয়, বেশ কয়েকটি ছবির ফ্যাশন উইকও বন্ধ করে দেওয়া হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর