কিংবদন্তি ধোনিকে টপকে গেলেন ওয়ার্নার, গড়লেন অটুট ইতিহাস

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই লিগে খেলতে আসেন বিশ্বের বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররা। তাই এই আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও দাপাদাপি লক্ষ্য করা যায়। বেশকিছু ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের দাপট দেখা যায়। অনেক সময় এমন হয়েছে ভারতীয় ক্রিকেটারদেরকেও ছাপিয়ে যান বিদেশি ক্রিকেটাররা। সেদিক থেকে কিছুটা উপরের দিকেই স্থান করে নিয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার এমন একজন বিদেশি ক্রিকেটার যিনি দীর্ঘদিন ধরে আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন। ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এমন অনেক মরশুম হয়েছে যখন ডেভিড ওয়ার্নার একাই টেনে নিয়ে গিয়েছে হায়দ্রাবাদকে। এবার রেকর্ডের দিক দিয়ে ডেভিড ওয়ার্নার ছাপিয়ে গেলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হিসেবে এতদিন পর্যন্ত ছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনিকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার। 834 রান করে এই তালিকার শীর্ষে ছিলেন ধোনি। গত ম্যাচে দুর্দান্ত 54 রানের ইনিংস খেলে মোট 877 রান করে ধোনি কে টপকে শীর্ষস্থানে পৌঁছে গেলেন ডেভিড ওয়ার্নার এবং ধোনি চলে গেলে দ্বিতীয় স্থানে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না, আরসিবির বিরুদ্ধে রায়নার সংগ্রহ 755 রান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর