ওয়ার্নারের এই ভুলের জন্য হায়দ্রাবাদকে ধুঁয়ে দিল কেকেআর, সমালোচনায় বিদ্ধ ওয়ার্নার

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আইপিএলে এই দুই দলই বেশ শক্তিশালী তাই লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারিয়ে মূল্যবান দুটি পয়েন্ট ঘরে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 181 রান তোলে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নিতিশ রানা, 54 বলে 80 রানের ইনিংস খেলেন রানা। এছাড়া 29 বলে 54 রানের ইনিংস আসে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 177 রানেই শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস।

n270169648adda68fc312e7dcafd9e9e5b7e7d2dc9c689dab901848b4050d806d510c7f0b4 1

এই ম্যাচে ডেভিড ওয়ার্নারের একটি ভুল সিদ্ধান্ত হায়দ্রাবাদের হারের কারণ হয়ে দাঁড়ালো বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এই দিন মনিশ পান্ডে এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত ইনিংস তৈরি করে তবে বেয়ারস্টো আউট হওয়ার পরে হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং করতে নামে মহম্মদ নবী। আর নবীর এত উপরে ব্যাটিং করতে আসায় হায়দ্রাবাদের হারের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করা হচ্ছে। মহম্মদ নবীর বদলে বিজয় শংকর কিংবা আব্দুল সামাদকে ব্যাটিং করতে পাঠানো উচিত ছিল তা না করে নবীকে ব্যাটিং করতে পাঠিয়ে বড় ভুল করেছে ডেভিড ওয়ার্নার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর