চোটের কারণে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন এই অজি তারকা, নেই প্যাট কমিন্সও

বাংলা হান্ট ডেস্কঃ সিডনিতে গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেন আজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ভালো ব্যাটিং করলেও ফিল্ডিং করার সময় কুঁচকিতে গুরুতর চোট পান ওয়ার্নার, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফের জানিয়ে দেওয়া হয়েছে কুঁচকিতে চোটের কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে আর দেখা যাবে না ওয়ার্নারকে।

   

চোট পাওয়ার পরই ডেভিড ওয়ার্নারের স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্ট দেখার পর ডাক্তাররা জানিয়েছেন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ডেভিড ওয়ার্নারকে। যার ফলে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ এবং পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। এছাড়াও প্রথম টেস্ট ম্যাচে ওয়ার্নারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

যেহেতু ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ জিতে ফেলেছে অস্ট্রেলিয়া। সেই কারণেই টেস্ট সিরিজের আগে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা রাখতে অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা বোলার প্যাট কমিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ওয়ার্নারের বদলে দলে এসেছেন ডি’আরসি শর্ট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর