কুরআনের ২৬ টি আয়াতকে হটাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন শিয়া বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি

বাংলা হান্ট ডেস্কঃ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি সুপ্রিম কোর্টে কুরআনের ২৬ টি আয়াতকে হটানোর জন্য একটি পিটিশন দাখিল করেছেন। তিনি জানান, এই ২৬ টি আয়াতের মধ্যে কয়েকটি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, এই আয়াতগুলো পরে যুক্ত করা হয়েছিল।

ওনার মতে মহম্মদ সাহেবের পর প্রথম খলিফা হজরত আবু বকর, দ্বিতীয় খলিফা হজরত উমর আর তৃতীয় খলিফা হজরত উসমান দ্বারা কুরআনকে কালেক্ট করে সেটিকে বইয়ের আকার দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অনেক ভালো কথা আছে যেগুলো মনুষ্যত্বের জন্য কিন্তু কিছু আয়াত সন্ত্রাসবাদকে প্রশয়ও দেয়।

রিজভি বলেন, আল্লাহ’র বার্তা দুই ধরণের হতে পারে না। তিন খলিফার বিরুদ্ধে অভিযোগ করে রিজভি বলেন, ওনারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন। আর প্রভাব খাটিয়ে কুরআনে বদল করে এই নতুন আয়াত গুলোকে যুক্ত করে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। রিজভি বলেন, এই ২৬ টি আয়াত মনুষ্যত্বের মূল সিদ্ধান্তকে দূরে সরিয়ে ধর্মের নামে ঘৃণা, বিদ্বেষ এবং নাশকতা ছড়ানোর কথা বলে।

রিজভি বলেন, পবিত্র কুরআনে আল্লাহ ভাতৃত্ববোধ, প্রেম, ন্যায়, সমান অধিকার, ক্ষমা, সহিষ্ণুতার কথা বলেছেন। কিন্তু ওই ২৬ টি আয়াত ঘৃণা, বৈষম্য, অত্যাচার আর কট্টরতাকে প্রশ্রয় দেয়। তিনি বলেন, এই আয়াত গুলোর উদাহরণ দিয়ে মুসলিম যুবকদের ব্রেইন ওয়াশ করা হয়। তাঁদের জিহাদের নামে উস্কানি দেওয়া হয়। এই আয়াত গুলোর কারণেই দেশের অখণ্ডতার উপর সঙ্কটের মেঘ ঘনাচ্ছে।

বলে রাখি, আদালতে এই পিটিশন দাখিল করার পর থেকেই এক শ্রেণীর মানুষ ওয়াসিম রিজভির উপর চরম চটে আছে। শুক্রবার রিজভির পোস্টার জ্বালানো হয়। এক প্রদর্শনকারী সালমান বলেন, কুরআন শরীফের একটি শব্দেও বদল করা হবে না। কারণ কুরআন শরীফের রক্ষা স্বয়ং আল্লাহ করেন। ওয়াসিম রিজভির মতো মানুষের কারণে কুরআনের কোনও কিছুই বদল করা হবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর