অভিষেক ম্যাচ খেলতে নেমেই 112 বছরের রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিলেন ওয়াশিংটন সুন্দর

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে যখন ব্যর্থ হচ্ছেন একের পর এক ভারতীয় তারকা ব্যাটসম্যান তখন ব্যাট হাতে দাপট দেখালেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলারদের ব্যাট হাতে রুখে দিলেন এই দুই ভারতীয় বোলার। একসময় 186 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া, সেখান থেকে ভারতকে 336 রানে পৌঁছে দেয় এই দুই ব্যাটসম্যান। ব্যাটসম্যান না হয়েও অস্ট্রেলিয়ার তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে যেভাবে দাপটের সঙ্গে ব্যাটিং করলেন শার্দুল ঠাকুর এবং ওয়াসিংটন সুন্দর তাতে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই দুজনের সপ্তম উইকেটে 123 রানের পার্টনারশিপ কার্যত অস্ট্রেলিয়ার মুখের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে এলো। এই পার্টনারশিপে কার্যত ম্যাচ থেকেই ছিটকে গেল স্মিথ, পেইনরা। সেই সঙ্গে এই জুটি করে গেল একাধিক রেকর্ড।

https://twitter.com/BCCI/status/1350723911298633728?s=20

অভিষেক টেস্টেই 113 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন ভারতের ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের অভিষেক হওয়া ক্রিকেটারের সাত নম্বরে ব্যাটিং করতে নেমে ওয়াশিংটন সুন্দরের ইনিংসটাই সর্বোচ্চ। এতদিন পর্যন্ত এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক ফস্টার। 1911 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অভিষেক ম্যাচেই 56 রান করেছিলেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক ফস্টার। আর আজ অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 62 রানের ইনিংস খেলে দীর্ঘ 113 বছরের রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিলেন ওয়াশিংটন সুন্দর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর