এই নিয়মটি পালন করলে আরও তরতাজা এবং ফিট হয়ে মাঠে নামতে পারবেন বুমরাহ, ওয়াসিম আক্রম।

প্রাক্তন পাকিস্তানি তারকা পেসার ওয়াসিম আক্রম কাউন্টি না খেলার পরামর্শ দিলেন বর্তমানে ভারতীয় তারকা পেশার জাসপ্রিত বুমরাহকে। কাউন্ট্রি না খেলে বরং সেই সময়টায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন ওয়াসিম আক্রম।

বর্তমান ক্রিকেটে তিনটি ফরমেটে জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত খেলে চলেছেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও এখনো পর্যন্ত কাউন্টিতে অভিষেক হয়নি বুমরাহের। প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার সাথে আলাপচারিতায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রম জানালেন যে অবসর সময়ে কাউন্টি না খেলে বিশ্রাম নিক বুমরাহ। ওয়াসিম আক্রম নিজের ক্রিকেট ক্যারিয়ারে ল্যাঙ্কাশায়ারের হয়ে চুটিয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। তবে এখন বর্তমান ক্রিকেটে পরিস্থিতি আলাদা তিনি জানিয়েছেন এখন ভারতীয় ক্রিকেটাররা প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেন। তাই এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেসার বুমরাহের কাউন্টি না খেলে অবসর সময়ে বিশ্রাম নেওয়া দরকার।

225618802d909325dcade7b717efe3bb8280c14e5536c4fecdfd30f09a916d3494a5fda02

ওয়াসিম আক্রম মনে করেন যখন ক্রিকেট থাকবে না সেই সময় যদি বুমরাহ নিজেকে বিশ্রামে রাখেন তাহলে পরবর্তীকালে মাঠে নামার সময় আরও অনেক বেশি তরতাজা এবং ফিট হয়ে তিনি মাঠে নামতে পারবেন। সেই সাথে ওয়াসিম আক্রম জানিয়ে দিয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্স দেখেই কোন ক্রিকেটারকে ভালো ক্রিকেটার বলা যায় না। একজন ক্রিকেটার তখনই ভালো ক্রিকেটার হন তখন তিনি টেস্ট ক্রিকেটেও ভালো পারফর্মেন্স করতে পারেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর