পার্কিং লটের মেঝে ধ্বসে জলের তলায় তলিয়ে গেল গাড়ি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ মুম্বাইয়ের একটি অভিজাত আবাসনের সামনে পার্কিং লটে দাঁড়িয়েছিল গাড়িটি। হঠাৎই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। কংক্রিটের মেঝে ভেঙে সম্পূর্ণ গাড়িটি চলে গেল জলের নিচে। দেখলে মনে হবে হয়তোবা ওটা কোন ম্যানহোল। আবাসনেরই এক শিবাঙ্গি ঠাকুরের করা ভিডিওতে ধরা পড়ে এই অদ্ভুত ঘটনা। মুম্বাইয়ের এই অভিজাত এলাকায় কীভাবে ঘটল এমন একটি ঘটনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন সকলেই।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, যে জায়গায় পার্কিং লট বানানো হয়েছিল সেখানে আগে ছিল একটি কুয়া। যা মাটি দিয়ে বুজিয়ে করা হয়েছিল গাড়ি রাখার ব্যবস্থা। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ক্রমশ নিচের মাটি আলগা হয়ে যায়। আর যার জেরে শেষ পর্যন্ত কংক্রিটের মেঝে ধ্বসে গিয়ে সম্পূর্ণ গাড়িটি ঢুকে যায় গর্তের ভিতর। আবাসনের মালিক এবং বাসিন্দারা অবশ্য জানতেন না এই ঘটনাটি। ইতিমধ্যেই তাই এই ঘটনার জেরে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসন এবং বিএমসির উপর। যদিও জানা গিয়েছে ঘটনায় কোন মানুষ আহত হননি।

তবে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরসভার স্থানীয় কর্মীরা। আপাতত ক্রেনের মাধ্যমে গাড়িটিকে উদ্ধার করার ব্যবস্থা চলছে। অনেক ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে যেখানে বড় বড় পুকুর বা জলাশয় বুজিয়ে দিয়ে তৈরি হয় বিরাট আবাসন। কিন্তু মুম্বাইয়ের এই ঘটনা শিক্ষা দিল , প্রকৃতির বিরুদ্ধে গেলে যে কোন সময় ঘটতে পারে বিপদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম ভাইরাল হয়ে উঠেছে ওই ভিডিওটি। এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন দুলক্ষের কাছাকাছি মানুষ। এই ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্কও কম ছড়ায়নি। এক্ষেত্রে কোনো মানুষের ক্ষতি না হলেও এমন ঘটনায় যেকোনো সময় যে ক্ষতির সম্মুখীন হতে পারে মানুষ তা বলাই বাহুল্য। এখন এ ধরনের ঘটনা রুখতে আগামী দিনের প্রশাসন কী ব্যবস্থা নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর