মোদীর বুকে নেমেছিলো জলপ্রপাত! বড় বড় কথা বলে এখন অস্বস্তিতে অমিত শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতের মাটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করার দায়িত্ব ধারাবাহিকভাবে পেয়ে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। বিশ্বের সবচেয়ে বৃহৎ স্টেডিয়ামটি আইপিএল (IPL 2023) ফাইনাল এবং আইপিএলের উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছে কিছুদিন আগেই। এরপর ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম ম্যাচ এবং বিশ্বকাপের ফাইনালও আয়োজিত হবে এই স্টেডিয়ামে।

কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি ভারতের সেরা ক্রিকেট স্টেডিয়াম? প্রশ্নটা বিতর্কিত এবং এই নিয়ে এক এক জনের মত এক এক রকম। কিন্তু কিছুদিন আগে আইপিএল ফাইনাল আয়োজন হওয়ার সময় যে ঘটনা ঘটেছে তারপরে অনেকেই এই স্টেডিয়ামের প্রশংসা করতে গিয়ে দুইবার ভাবছেন।

এবারের আইপিএল ফাইনালে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। যার জন্য গত রবিবার অর্থাৎ ২৮শে মে আইপিএল ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি। পরের সোমবার ম্যাচ আয়োজিত হয়েছিল সেই একই সময়। কিন্তু প্রথম ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নামে ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। কিন্তু বৃষ্টি থামার পর আউটফিল্ড এবং পিচ শুকনো করে খেলার যোগ্য পরিস্থিতি তৈরি করতে যে সময় লেগেছে এবং যে প্রযুক্তিগুলি ব্যবহার হয়েছে তা দেখার পর প্রশ্ন উঠে যাচ্ছে যে শুধুমাত্র বিশাল সংখ্যক দর্শকাসন যুক্ত স্টেডিয়াম নির্মাণ করা মানেই কি সেটি শ্রেষ্ঠ স্টেডিয়াম?

আর শুধুমাত্র সবুজ গালিটার কথাই বলা হচ্ছে না এই প্রতিবেদনে। একটি ভিডিওতে দেখা গিয়েছে যে বৃষ্টি থামার পর কিভাবে জলপ্রপাতের ন‍্যায় জল গড়িয়ে পড়ছিল আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সিঁড়ি বেয়ে। স্টেডিয়াম থেকে ঘরে ফেরার পথে মারাত্মক বিপাকে পড়েন যাত্রীরা জমা জলের কারণে। জানা গিয়েছে বিশ্বকাপের আগে মুম্বাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ এবং মোহালির স্টেডিয়ামগুলি নতুন করে সাজিয়ে তোলার জন্য ৫০০ কোটি টাকার বাজেট নির্ধারিত করেছে বিসিসিআই। এখন মনে হচ্ছে যে আও তালিকায় আহমেদাবাদের স্টেডিয়ামেরই সবচেয়ে বেশি থাকা প্রয়োজন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই স্টেডিয়ামটি নতুন করে যখন উদ্বোধন করা হয় এবং নরেন্দ্র মোদি স্টেডিয়াম নাম পায় তখন অমিত শাহ নিজের একটি ভাষণে দাবি করেছিলেন যে এটি ভারতের শ্রেষ্ঠ স্টেডিয়ামে পরিণত হবে এবং দর্শকদের জন্য যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থাও হবে অত্যন্ত ভালো মানের। কিন্তু তার সেই দাবি যে পুরোপুরি সত্যি হয়নি সেটা আইপিএল ফাইনালের দিনই প্রমাণ হয়ে গিয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর