‘হারতে আসিনি’, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচ কনস্ট‍্যানটাইনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এসে উপস্থিত সেই সময়। একাধিক প্রস্তুতি ম্যাচ, অনুশীলন, পরীক্ষামূলক টুর্নামেন্টের পর অবশেষে আইএসএলের মঞ্চে নামতে প্রস্তুত স্টিফেন কনস্ট‍্যানটাইনের ইস্টবেঙ্গল। কাল কোচিতে কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠ জহরলাল নেহেরু স্টেডিয়ামে ইয়েলো আর্মির বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের চলতি মরশুমের আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ ব্রিগেড। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে ২০২২-২৩ মরশুমে সাফল্যের নতুন ইতিহাস লিখবে ইস্টবেঙ্গল, এমনটাই আশা করছেন ভক্তরা।

সদ্যই লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে থরহল্লোড় সিগারসনকে। ইস্টবেঙ্গল কোচ স্পষ্ট করে দিয়েছেন যে কোনভাবেই যেন গত মরশুমে ব্যর্থতা এই মরশুমে দেখা না যায় সেটা তিনি নিশ্চিত করবেন। সেই উদ্দেশ্যে অনিকেত যাদব, ভিপি সুহের কমলজিত সিং, জেরি লালরিনজুয়ালার মতো একাধিক অভিজ্ঞ ভারতীয় ফুটবলারকে সই করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই সঙ্গে তিনি ক্লিয়েটন সিলভা, অ্যালেক্স লিমা, ইভান গঞ্জালেসের মতো তারকা বিদেশীরা যোগ দেওয়ায় এই মরশুমে লাল-হলুদ ব্রিগেডকে অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে।

Emami East Bengal,East Bengal FC,ISL 2022/23,Kerala Blasters,East Bengal first match,East Bengal vs Kerala Blasters,ISL first match

ইতিমধ্যে এই ফুটবলারদের নিয়ে ডুরান্ড কাপে চারটি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের ভুলে হাঁটতে হলেও, পূর্ণশক্তিতে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল লাল হলুদ ব্রিগেড। তারপর বেশ কিছুদিন সময় করিয়েছে এবং একাধিক অনুশীলন ম্যাচও খেলে জিতেছে সৌভিকরা। ইতিবাচক ভাবেই তাদের নতুন মরশুম শুরু করতে মরিয়া ফুটবলাররা।

তবে প্রথম ম্যাচে হয়তো একটু সতর্ক হয়েই দল নামাবেন সাহেব কোচ। রক্ষণে ইভান গঞ্জালেসের সঙ্গে সাইপ্রাসের কিরিয়াকুকেও জুড়ে দিতে পারেন তিনি। সেইসঙ্গে লালচুংগুঙ্গা এবং জেরি মিলে ব্যাক ফোর সম্পূর্ণ করবেন। আক্রমণভাগে দুই বিদেশির বদলে ক্লিয়েটন সিলভার সঙ্গে তিনি জুড়ে দিতে পারেন সুস্থ হয়ে ওঠা সুহেরকে। খুব সম্ভবত ৪-৪-২ ফর্মেশনেই দল নামাবেন কনস্ট্যানটাইন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কেরালায় হেরে ফিরে যেতে আসেননি তারা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষকে কিছুটা সম্মান দিলেও তারা ব্যাকফুটে খেলবে না সেটা পরিষ্কার করে দিয়েছেন লাল-হলুদ কোচ

সম্ভাব্য ইস্টবেঙ্গল একাদশ:
গোলরক্ষক: কমলজিৎ
রক্ষণ: কিরিয়াকু, লালচুংগুঙ্গা, ইভান, জেরি
মাঝমাঠ: সৌভিক (অধিনায়ক), সুমিত, লিমা, তুহিন
আক্রমণ: ক্লিয়েটন, সুহের

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর