বোল্টকে পাল্টা হুঙ্কার বিরাটের! বললেন বিশ্বের যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখি।

শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। তবে মাঠে লড়াই করার আগে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মাঠের বাইরে লড়াই শুরু হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ভারত অধিনায়ক বিরাট কোহলি কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, বিরাট কোহলির উইকেট পাওয়ার জন্য নাকি তিনি মুখিয়ে রয়েছেন এমনটাই দাবি তার। বুধবার ট্রেন্ট বোল্টকে পাল্টা জবাব দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি জানিয়ে দিলেন আমার দল বিশ্বের যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে।

পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বিরাটবাহিনী। তারপর ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। তাই এই মুহূর্তে দুই দলের কাছেই হিসাব সমান সমান। এবার শুরু হচ্ছে টেস্ট চ্যালেঞ্জ। তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দুই দলের মধ্যে শুরু হয়ে গিয়েছে মাইন্ড গেম।

10630198093354755452d0cb9b3c520102f66500f

নিউজিল্যান্ডের পেসার বোল্ট বলেছিলেন বিরাট একজন অত্যন্ত দক্ষ ক্রিকেটার তাই বিরাটের উইকেটটি খুব তাড়াতাড়ি তুলে নিতে চাইছি। তারই জবাবে বিরাট পাল্টা বললেন, বিরাট বললেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলে সাতটিতেই জিতে 360 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছি। আমরা নিজেদের এমন ভাবে তৈরি করি যাতে বিশ্বের যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করতে পারি। তাই এই সিরিজেও আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর