আমরা ভারতকে কথা বলার বার্তা পাঠিয়ে ছিলাম কিন্তু জবাব আসেনিঃ নেপালের বিদেশমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) প্রতিবেশি দেশ নেপালের (Nepal) সাথে দীর্ঘ কয়েকমাস ধরে বেশ এক সমস্যা সৃষ্টি হয়েছে। চীনকে সঙ্গ দিতে গিয়ে নেপাল, ভারতের বিরোধিতা করতেও পিছপা হচ্ছে না। এই বিরোধের সূত্রপাত ঘটেছিল, বিতর্কিত তিন এলাকাকে নিয়ে নেপালের মানচিত্র প্রকাশের মাধ্যমে।

বিতর্কিত অঞ্চল
২০১৯ সালের নভেম্বরে অষ্টম সংস্করণের মাধ্যমে ভারতের মানচিত্রের অন্তর্ভুক্ত হয়েছিল কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা। কিন্তু এই তিন অঞ্চলকে নেপাল নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করলেই, শুরু হয় বিরোধ।

প্রদীপ গাওয়ালি/ Pradeep Gyawali

আলোচনার ডাকে সাড়া দেয়নি ভারত
শুক্রবার নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি (Pradeep Gyawali) জানিয়েছেন, ‘এই অঞ্চলের সীমান্ত বিরোধ সমাধানের জন্য বারবার ভারতকে আহ্বান জানানো হলেও, ভারত আলোচনায় অংশগ্রহণ করেনি। আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনার দিন নির্দ্ধারণের বিষয়ে জানতে চাইলেও, ভারত সেই ডাকে সাড়া দেয়নি’।

ভারত চীন সম্পর্ক
নেপাল এবং চীনের বাড়তে থাকা সম্পর্ককে চাপা দিতে ভারত এবং চীনের পূর্বেকার বন্ধুত্বের বিষয় সামনে আনেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি। তিনি বলেন, ‘উহানের শীর্ষ সম্মেলনের পর ভারত চীনের বন্ধুত্ব হলেও, আবার গ্যালওয়ান উপত্যকার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আমরা সেই সমস্যা মেটানোর চেষ্টা করছি’।

মানচিত্র সমস্যা
তবে নেপালের অধিকাংশ মানুষ এখনও অবধি ভারতের সাথে বিরোধের বিষয়টিকে ভালো চোখে দেখেনি। কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নেপালের অংশ বলায়, এখনও তা অনেকে মেনে নিতে পারেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর